চাইনিজ সুপার লিগে আলোচনায় কাকা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ২৮ নভেম্বর ২০১৭
চাইনিজ সুপার লিগে আলোচনায় কাকা

চাইনিজ সুপার লিগের (সিএসএল) ক্লাব গুইজু হেংফেং জিচেং ক্লাবের সঙ্গে ব্রাজিলিয়ান তারকা কাকার আলোচনার চলছে। ক্যারিয়ার দীর্ঘ করার লক্ষ্যেই জাতীয় দলের সাবেক এই উইঙ্গার এখন সিএসএল’র পথে পাড়ি জমাবেন বলেন বলে বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে।

গত মাসে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ওরলান্ডো সিটি ছাড়ার পরে রিয়াল মাদ্রিদ ও এসি মিলানের সাবেক এই ৩৫ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার ক্লাব বিহিন রয়েছেন। বিশ্বকাপ জয়ী দলের এই সদস্যকে নিয়ে এসি মিলানও অবশ্য আশাবাদী ছিল।

যদিও খেলোয়াড় হিসেবে নয়, কর্মকর্তা হিসেবেই কাকাকে বেশি পছন্দ ইতালিয়ান জায়ান্টদের। খেলোয়াড় হিসেবে এসি মিলানে দারুন জনপ্রিয় ছিলেন কাকা। তবে ইতালি ও চাইনিজ গণমাধ্যম দাবি, আরও এক বছর গুইজুর হয়ে ক্যারিয়ার বাড়াতে আগ্রহী কাকা। চলতি মাসের শেষে সিএসএল’এ অষ্টম স্থানে থেকে মৌসুম শেষ করেছে গুইজু। এই দলে ম্যানেজার হিসেবে রয়েছেন স্প্যানিশ গিওর্গিও মানজানো।

যদিও গুইজো সিটি নিউজ সূত্রে জানা গেছে, এই সংক্রান্ত এখনো কোন চুক্তি চূড়ান্ত হয়নি। কিন্তু এ ব্যপারে কাকা ও ক্লাবের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।


শেয়ার করুন :


আরও পড়ুন

কী করবেন কাকা

কী করবেন কাকা

অলিম্পিক সলিডারিটি জুডো কোচেস কোর্স শুরু

অলিম্পিক সলিডারিটি জুডো কোচেস কোর্স শুরু

মেসির দুর্ভাগ্যে পয়েন্ট হারালো বার্সা

মেসির দুর্ভাগ্যে পয়েন্ট হারালো বার্সা

মেসির মূল্য এখন সাত হাজার কোটি টাকা

মেসির মূল্য এখন সাত হাজার কোটি টাকা