বাংলাদেশ-নেপাল ম্যাচ বয়কটের ডাক সমর্থকদের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৭ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ-নেপাল ম্যাচ বয়কটের ডাক সমর্থকদের

দশরথ স্টেডিয়াম, ছবি: সংগ্রহীত

চলতি সেপ্টেম্বরের ৬ ও ৯ তারিখে স্বাগতিক নেপালে বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে ম্যাচ দুটি ঘিরে নেপালি ফুটবল সমর্থকদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। হাজারও সমর্থকরা বয়কটের ডাক দিয়ে অন্যদেরও ম্যাচ দুটি দেখা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

দ্য কাঠমুন্ডু পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, মূলত দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের (এএনএফএ) কর্মকাণ্ড নিয়ে ক্ষুব্ধ সমর্থকরা। সমালোচনার মুখে গত ২১ জুলাই থেকে নিজেদের ফেসবুক পেজে মন্তব্য করার অপশনও বন্ধ রেখেছে এএনএফএ।

‘খেলোয়াড় ও দলের সদস্যদের উদ্দেশ্যে অশালীন মন্তব্যের’ কারণ উল্লেখ করে এএনএফএ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। তবে বেলজিয়ান কোচ প্যাট্রিক ডি উইলডে গত জুলাইয়ে কাঠমান্ডু পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির ফুটবলে এএনএফএ’র অব্যবস্থাপনা প্রকাশ্যে তুলে ধরায় তাদের উপর চাপ বেড়েছে।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে ৬৫৫ দিন পর নিজেদের হোম ভেন্যু দশরথ স্টেডিয়ামে ফিরছে নেপাল জাতীয় দল। সর্বশেষ ২০২৩ সালের ২১ নভেম্বর এই মাঠে ইয়েমেনের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে খেলেছিল তারা। এরপর নেপাল পুরুষ দল ১০টি ম্যাচ খেলেছে, ৪টি প্রীতি আর ৬টি বাছাইপর্ব, সবগুলোই বিদেশের মাটিতে।

মূলত দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের (এএনএফএ) কর্মকাণ্ড নিয়ে ক্ষুব্ধ সমর্থকরা। সমালোচনার মুখে গত ২১ জুলাই থেকে নিজেদের ফেসবুক পেজে মন্তব্য করার অপশনও বন্ধ রেখেছে এএনএফএ।

এর মধ্যে দুটি ম্যাচ নিজেদের হোম হলেও (বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে) প্রতিপক্ষের মাঠে খেলতে বাধ্য হয়েছে নেপাল। কারণ, আন্তর্জাতিক মান পূরণে ব্যর্থ হওয়ায় এএফসি দশরথ স্টেডিয়ামকে স্থগিত করেছে। এখনো সেই নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

সম্প্রতি এএফসির পরিদর্শক দল জানিয়েছে, ভেন্যুটি ভিয়েতনাম ও মালয়েশিয়ার বিপক্ষে নেপালের আসন্ন দুটি হোম ম্যাচ আয়োজনের উপযুক্ত নয়। যার ফলে নিরপেক্ষ ভেন্যুতে বা প্রতিপক্ষের মাঠে ম্যাচগুলো আয়োজনের চেষ্টা করছে নেপাল। তবে বাংলাদেশের বিপক্ষে সেই মাঠেই খেলবে তারা।

বাংলাদেশ ম্যাচ নিয়ে এএনএফএ সংবাদ সম্মেলনে জানিয়েছে, ১৫ হাজার আসনের দশরথ স্টেডিয়ামে ৮ হাজার টিকিট বিক্রি করা হবে। এর মধ্যে ১ থেকে দেড় হাজার আসন ভিআইপি গ্যালারিতে। বাকিগুলো সাধারণ গ্যালারি। ইতিমধ্যে টিকিট বিক্রির জন্য অনলাইন একটি প্লাটফর্মের সাথে চুক্তিও করেছে দেশটি।

বাংলাদেশ দল আজ বুধবার (৩ সেপ্টেম্বর) নেপালে পৌঁছাবে। বাংলাদেশ ফুটবল দলের জন্য সেনা সদর দপ্তরের মাঠ এবং চ্যাসাল স্টেডিয়াম বরাদ্দ রাখা হয়েছে। যদিও আগস্টে এএফসি এই ভেন্যু দুটিতে প্রশিক্ষণের জন্যও অনুপযুক্ত ঘোষণা করেছিল।



শেয়ার করুন :