দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রথমটিতে স্বাগতিক নেপালের বিপক্ষে বাংলাদেশ গোলশূন্য ড্র করলো বাংলাদেশ। আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চললেও ম্যাচটিতে গোলের জন্য কোন দলই সেভাবে সম্ভাবনা জাগাতে পারেনি। ফলে প্রধমার্ধ শেষে দ্বিতীয়ার্ধেও কোন দল গোলের দেখা সমর্থকরা।
শনিবার (৬ সেপ্টেম্বর) নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমার্ধে স্বাগতিকদের অনেকটা চাপে রেখেছিল বাংলাদেশ। এ সময় গোলের সুযোগ পেয়েও সফল হতে পারেনি জামাল ভূঁইয়াররা।
দ্বিতীয়ার্ধে উভয় দল আক্রমণ বাড়িয়েছে; তবে সেই একই ফলাফল, গোলের দেখা পায়নি কেউ। প্রতিপক্ষে আক্রমণ শক্তিশালী করতে বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা কিছু কৌশলগত পরিবর্তন আনলেও সফল হতে পারেনি।
এদিকে, নেপালের বিপক্ষে এই প্রীতি ম্যাচ ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী ও কানাডা প্রবাসী ফুটবলার শমিত সোম খেলছেন না। হামজা-শমিত না থাকলেও শুরুর একাদশে ছিলেন অধিনায়ক জামাল ভূঁইয়া।
মাঠে এভাবেই দাঁড়িয়ে শিস্যদের খেলা দেখছিলেন কোচ হাভিয়ের কাবরেরা, ছবি-বাফুফে
এছাড়া চোটের কারণে এ ম্যাচে গোলকিপার মিতুল মারমাকে খেলারনি কোচ হাভিয়ের কাবরেরা। আজকের ম্যাচে বাংলাদেশের গোলপোস্ট সামলানোর দায়িত্বে ছিলেন সুজন হোসেন।
নেপালে সফরে দুটি প্রতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথমটি গোলশূন্য ব্যবধানে শেষ হওয়ার পর মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) একই মাঠে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
২০২২ সালের সেপ্টেম্বরে দশরথ স্টেডিয়ামে খেলেছিল বাংলাদেশ। সেই প্রীতি ফুটবল ম্যাচে নেপালের কাছে ৩-১ গোলে হেরেছিল লাল-সবুজের দলটি।