নেপালে সহিংসতা বেড়ে যাওয়ায় বিমানবন্দর কর্তৃপক্ষ সকল ফ্লাইট বাতিল করেছে। এর ফলে ম্যাচ স্থগিত করলেও কাঠমান্ডুর হোটেলে আটকে আছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ (মঙ্গলবার) তাদের ঢাকা ফেরার ফ্লাইট ধরার কথা ছিল, পরে সেটি বাতিল করা হয়।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) গণমাধ্যম বিভাগ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে আগে জানানো হয়, বিকেল ৩টার ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে নেপাল ত্যাগ করবে জামাল ভূঁইয়ারা।
বিবৃতিতে বলা হয়, আজ (মঙ্গলবার) বিকেল ৩টায় বিমানের (বিমান বাংলাদেশ এয়ারলাইন্স) বিএজি-০৩৭২ ফ্লাইটে কাঠমান্ডু থেকে ঢাকায় ফেরার কথা ছিল বাংলাদেশ দলের। তবে নেপালের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সেই যাত্রা বাতিল করা হয়েছে। দলের ফেরত আসা নিয়ে পরবর্তী আপডেট পরে জানানো হবে।
বিবৃতিতে আরও জানানো হয়, স্থানীয় কর্তৃপক্ষ অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ) এবং কাঠমান্ডুতে বাংলাদেশ কনস্যুলেট বাংলাদেশ দলের নিরাপদ ও সুরক্ষিত অবস্থান নিশ্চিত করেছে।
প্রথমে পরিকল্পনা ছিল, বুধবার (১০ সেপ্টেম্বর) দেশে ফিরবে বাংলাদেশ দল। তবে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচটি সোমবারের বিক্ষোভের কারণে বাতিল হওয়ায় ফেরার সময় একদিন এগিয়ে আনা হয়। তবে আজকের (মঙ্গলবার) ফ্লাইটও শেষ পর্যন্ত বাতিল করতে হয়।
গত শনিবার (৬ সেপ্টেম্বর) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আজ নেপালের বিপক্ষে মাঠে নামার কথা ছিল। তবে দেশটিতে সরকার বিরোধী আন্দোলনে ম্যাচটি স্থগিত করা হয়।
আন্দোলনে দেশটির বেশ কয়েকজন মন্ত্রী ছাড়াও প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন। তবে এখনো বিক্ষোভ থামেনি। এমন পরিস্থিতে
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেশটিতে বসবাস করা বাংলাদেশিদের নিরাপদে থাকার আহ্বান করা হয়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হতেও পরামর্শ দেওয়া হয়েছে।