বাংলাদেশ-নেপালের দ্বিতীয় ফুটবল ম্যাচ স্থগিত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ-নেপালের দ্বিতীয় ফুটবল ম্যাচ স্থগিত

নেপালে বিক্ষোভের কারণে নিরাপত্তা বিবেচনায় বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি স্থগিত করা হয়েছে। অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে কাঠমান্ডুতে বিক্ষোভ করছে তরুণ প্রজন্ম। বিক্ষোভে অংশগ্রহণকারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ১৪ জন নিহত হওয়ার তথ্য জানাচ্ছে দেশটির গণমাধ্যমগুলো।

দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ) বাংলাদেশের বিপক্ষে মঙ্গলবারের (৯ সেপ্টেম্বর) ম্যাচটি স্থগিত করেছে।

বিবৃতিতে এএনএফএ বলে, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ) ত্রিপুরেশ্বরের দশরথ স্টেডিয়ামে নেপাল ও বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিতব্য ‘রেড বুল আন্তর্জাতিক ফুটবল ২০২৫’ ম্যাচটি স্থগিত করেছে।

ম্যাচটি স্থগিত হওয়ায় সৃষ্ট অসুবিধার জন্য সকল ফুটবল সমর্থকদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়েছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ)।

দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রথমটিতে স্বাগতিক নেপালের বিপক্ষে গোল শূন্য ড্র করে বাংলাদেশ। শনিবার (৬ সেপ্টেম্বর) নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি মাঠে অনুষ্ঠিত হয়।



শেয়ার করুন :