ভেনেজুয়েলার বিপক্ষে লিওনেল মেসির জোড়া গোলে ৩-০ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। ম্যাচের ৩৯ ও ৮০তম মিনিটে গোল করেন আর্জেন্টাইন মহাতারকা। একই দিন ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে উরুগুয়ে, কলম্বিয়া ও প্যারাগুয়ে।
বুয়েনস আইরেসের মাস মনুমেন্টাল স্টেডিয়ামে আবেগঘন পরিবেশে শেষ হোম কোয়ালিফায়ারে মাঠে নামেন মেসি। ৮০ হাজার দর্শকের সামনে ৩৯ ও ৮০ মিনিটে গোল করেন আর্জেন্টাইন মহাতারকা।
ঘরের মাটিতে আর্জেন্টিনার জার্সি গায়ে হয়তো শেষ ম্যাচটা খেলে ফেললেন সি। বিশেষ রাতে পুরো পরিবারকে নিয়েই আর্জেন্টিনার এস্তাদিও মনুমেন্তালে হাজির হয়েছেন তিনি। স্ত্রী আন্তোনেলা, তিন ছেলে, বাবা-মা সবাই ছিলেন গ্যালারিতে।
২০ বছর আগে এই একই স্টেডিয়ামে আর্জেন্টিনার জাতীয় দলের জার্সি গায়ে অভিষেক হয়েছিল মেসির। দিনটা ছিল ২০০৫ সালের ৯ অক্টোবর। ২০২৬ সালে বিশ্বকাপ আসরে মেসির বয়স হবে ৩৯। তবুও শিরোপা ধরে রাখার লড়াইয়ে দলের প্রধান ভরসা হিসেবেই থাকবেন তিনি।
এ ম্যাচে জোড়া গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ গোলদাতা এখন মেসি। একই সঙ্গে বিশ্বকাপ বাছাই ইতিহাসে তার গোলসংখ্যা দাঁড়ালো ৩৫।
এদিকে, একই দিনে উরুগুয়ে, কলম্বিয়া ও প্যারাগুয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। মোন্তেভিদিওর এস্তাদিও সেন্টেনারিওতে পেরুকে ৩-০ গোলে হারিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপে নিলেন কোচ মার্সেলো বিয়েলসা। রদ্রিগো আগুইরে, জর্জিয়ান দে আরাস্কেতা ও ফেদেরিকো ভিনিয়াস গোল করেন উরুগুয়ের হয়ে।
দক্ষিণ আমেরিকা থেকে ইতিমধ্যেই ব্রাজিলও বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে।