হিউজেসকে বরখাস্ত করলো স্টোক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫৭ এএম, ০৮ জানুয়ারি ২০১৮
হিউজেসকে বরখাস্ত করলো স্টোক

পছাট দল কভেন্ট্রির কাছে এফএ কাপের তৃতীয় রাউন্ডে হতাশাজনক পরাজয়ের ঘন্টাখানেক পরেই দীর্ঘদিনের ম্যানেজার মার্ক হিউজেসকে বরখাস্ত করেছে স্টোক সিটি। চতুর্থ টায়ারের দল কভেন্ট্রির কাছে ২-১ গোলে পরাজয়ে হিউজেসের বিদায় অনেকটা অনুমেয়ই ছিল। ইতোমধ্যেই প্রিমিয়ার লীগে রেলিগেশন জোনে থাকা স্টোক সিটির সামনে কোচকে বরখাস্ত করাটা সময়ে ব্যপার ছিল।

ক্লাবের টুইটার এ্যাকাউন্টে পদয়া এক বিবৃতিতে কোচ বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছে স্টোক সিটি। বিবৃতিতে অবশ্য গত চার বছরে মার্কের অবদান স্বীকার করে তাকে ধন্যবাদ জানানো হয়। গত তিনটি মৌসুমে নবম স্থানে থেকে প্রিমিয়ার লীগ শেষ করাটা স্টোকের জন্য অন্যতম সফল ফলাফল ছিল। ক্লাবের পক্ষ থেকে তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করা হয়েছে। একইসাথে দ্রুত নতুন ম্যানেজার নিয়োগের বিষয়েও ইঙ্গিত দেয়া হয়েছে।

২০১৩ সালে টনি পুলিসের স্থলাভিষিক্ত হয়েছিলেন হিউজেস। গতকাল ছিল স্টোকের হয়ে তার ২০০তম ম্যাচ।


শেয়ার করুন :


আরও পড়ুন

দ. আফ্রিকা থেকে কোহলি-আনুশকার নববর্ষের শুভেচ্ছা

দ. আফ্রিকা থেকে কোহলি-আনুশকার নববর্ষের শুভেচ্ছা

তিনদিন ব্যবধানে ঢাকা আসছে জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা

তিনদিন ব্যবধানে ঢাকা আসছে জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা

চুক্তির পরও বার্সা ছাড়তে পারেন মেসি

চুক্তির পরও বার্সা ছাড়তে পারেন মেসি

ম্যাচ বাকি রেখেই চ্যাম্পিয়ন আবাহনী

ম্যাচ বাকি রেখেই চ্যাম্পিয়ন আবাহনী