খেলা না হলে ২০ শতাংশ বেতন হারাবে রিয়াল ফুটবলাররা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ১০ এপ্রিল ২০২০
খেলা না হলে ২০ শতাংশ বেতন হারাবে রিয়াল ফুটবলাররা

করোনাভাইরাসে থমকে গেছে বিশ্বের ক্রীড়াঙ্গন। বিশ্বের নামী-দামী ফুটবল ক্লাবগুলো তাদের কর্মচারীদের বেতন দিতে হিমশিম খাচ্ছে। এমন সঙ্কটে খেলোয়াড়দের বেতন কাটার সিদ্ধান্তও নিয়েছে স্প্যানিশ, জার্মান, ইতালিয়ান বেশ কিছু ক্লাব। এবার সেই তালিকায় যোগ হলো লা-লিগা জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

কর্মচারীদের বেতন দিতে খেলোয়াড়দের ১০ শতাংশ কেটে নেবে রিয়াল মাদ্রিদ। এছাড়া চলতি মৌসুম মাঠে আর খেলা না গড়ালে ২০ শতাংশ কেটে নেওয়া হবে। এক বিবৃবিতে ক্লাবের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে।

রিয়াল মাদ্রিদ জানায়, লা-লিগায় রিয়াল মাদ্রিদ, কাসতিয়া স্কোয়াড এবং বাস্কেটবল স্কোয়াডের বাৎসরিক পারিশ্রমিকের ১০ শতাংশ কেটে নেওয়ার ব্যাপারে কর্তৃপক্ষ এবং খেলোয়াড়দের মধ্যে ঐক্যমত হয়েছে। তবে চলতি মৌসুম যদি আর মাঠেই না গড়ায়, তাহলে পারিশ্রমিকের ২০ শতাংশ কেটে নেওয়া হবে।

খেলোয়াড় এবং ক্লাবের মধ্যকার এ চুক্তির জন্য আলোচনা হয় রিয়াল মাদ্রিদের অধিনায়ক সার্জিও রামোস এবং ক্লাবের ডিরেক্টর অ্যাঞ্জেল সানচেজের মধ্যে।

করোনাভাইরাসের এ সঙ্কট কেটে গেলেও আগামী এক বছরের জন্য এ চুক্তি বহাল থাকবে বলেও জানায় ক্লাব।

সম্প্রতি বার্সেলোনার খেলোয়াড়রা নিজেদের বেতনের ৭০ শতাংশ ক্লাবের কর্মচারীদের জন্য দিতে সম্মত হয়েছে।



শেয়ার করুন :


আরও পড়ুন

এশিয়া কাপ নিয়ে পিসিবি চেয়ারম্যানের  শঙ্কা

এশিয়া কাপ নিয়ে পিসিবি চেয়ারম্যানের শঙ্কা

ভাঙছে বার্সেলোনা, ৬ পরিচালকের পদত্যাগ

ভাঙছে বার্সেলোনা, ৬ পরিচালকের পদত্যাগ

ফুটবলারদের চুক্তির মেয়াদ বাড়াতে বললো ফিফা

ফুটবলারদের চুক্তির মেয়াদ বাড়াতে বললো ফিফা

ঘুষ দেওয়ার অভিযোগ অস্বীকার কাতারের

ঘুষ দেওয়ার অভিযোগ অস্বীকার কাতারের