ঘোষণা ছাড়াই বাতিল হলো নেইমারদের ফরাসি লিগ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৫ এএম, ৩০ এপ্রিল ২০২০
ঘোষণা ছাড়াই বাতিল হলো নেইমারদের ফরাসি লিগ

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে অনেক ক্রীড়া ইভেন্টই বাতিল করা হয়েছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই এক রকম বাতিল হলো নেইমার-এমবাপেদের ফ্রান্সের লিগ ওয়ান এবং টু আসর।

ফ্রান্সের প্রধানমন্ত্রী এডুয়ার্ড ফিলিপে ঘোষণা দেন, ‘সেপ্টেম্বরের আগে দেশে কোনো ক্রীড়া ইভেন্ট মাঠে গড়ানোর অনুমতি দেওয়া হবে না।’ এছাড়া ইউরোপিয়ান ফুটবলের প্রধান সংস্থা উয়েফা জানিয়েছে, ‘২ আগস্টের মধ্যে চলতি সকল লিগ শেষ করতে হবে।’ ফলে ঘোষণা ছাড়াই ২০১৯-২০ মৌসুমের ফরাসি লিগ ওয়ান ও টু বাতিলই হয়ে গেছে।

করোনাভাইরাসের কারণে গত মার্চ মাস থেকেই স্থগিত ইউরোপিয়ান ফুটবল। তবে আগামী মাস থেকে মাঠে ফুটবল ফেরানোর পরিকল্পনায় ছিল ইউরোপের বিভিন্ন দেশ। সেই পরিকল্পনায় ছিল ফ্রান্সের লিগ ওয়ান এবং টু’র আয়োজকরা। কিন্তু প্রধানমন্ত্রীর ঘোষণায় সব ভেস্তে গেছে।

যেহেতু এখনো কোন আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তাই এবারের মৌসুমে লিগ ওয়ান চ্যাম্পিয়ন কোন দল হলো তা এখনো নিশ্চিত নয়। তবে গত মার্চে লিগ ওয়ান স্থগিত হওয়ার আগে ২৭ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে ছিল নেইমার-এমবাপের প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। আর ২৮ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল অলিম্পিক মার্শেই।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ফুটবল নিয়ে ভুল চিন্তা করছে ইউরোপীয়রা

ফুটবল নিয়ে ভুল চিন্তা করছে ইউরোপীয়রা

করোনা মুক্ত হতে পারছেন না দিবালা

করোনা মুক্ত হতে পারছেন না দিবালা

বাতিল হলো আর্জেন্টিনার ফুটবল মৌসুম

বাতিল হলো আর্জেন্টিনার ফুটবল মৌসুম

জুনে ফুটবল মৌসুম শুরুর পরিকল্পনা ইএফএলের

জুনে ফুটবল মৌসুম শুরুর পরিকল্পনা ইএফএলের