লিভারপুল-অ্যাথলেটিকো ম্যাচের কারণে ৪১ জনের প্রাণহানি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৪ পিএম, ২৬ মে ২০২০
লিভারপুল-অ্যাথলেটিকো ম্যাচের কারণে ৪১ জনের প্রাণহানি

ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে উয়েফা চ্যাম্পিয়নস লিগ স্থগিত করার আগে শেষ ষোলোতে মুখোমুখি হয় লিভারপুল ও অ্যাথলেটিকো মাদ্রিদ। যেখানে দুই লেগ মিলে লিভারপুলকে ৪-২ ব্যবধানে হারিয়ে শেষ আটে উঠে অ্যাথলেটিকো মাদ্রিদ।

প্রাণঘাতি করোনাভাইরাসের মধ্যে উয়েফা চ্যাম্পিয়নস লিগে লিভারপুল এবং অ্যাথলেটিকো মাদ্রিদের মধ্যকার ম্যাচের কারণে ৪১ জনের মৃত্যু হয়েছে। ইংল্যান্ডের সংবাদ মাধ্যমে প্রকাশিত এক রিপোর্টে এমন কথাই বলা হয়েছে।

সানডে টাইমসের একজন ব্রিটিশ সাংবাদিক বিশ্লেষণ করে বলেন, ‘অ্যানফিল্ডে অ্যাথলেটিকো মাদ্রিদ-লিভারপুলের ওই ম্যাচের পর ২৫ থেকে ৩৫ দিনের মধ্যে ৪১ জন মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। অ্যানফিল্ডের ওই ম্যাচটিতে প্রায় ৩ হাজার করোনায় আক্রান্ত দর্শকও ছিল। গ্যালারি থেকে যা আরও ছড়িয়েছে এবং পরবর্তীতে মারা গিয়েছে অনেকে।’

গত মাসে মাদ্রিদ শহরের মেয়র হোসে লুইজ মার্টিনেজ আলমেডিয়া বলেন, ‘লিভারপুল-অ্যাথলেটিকো মাদ্রিদের ম্যাচটি অনুষ্ঠিত হতে দেয়া ঠিক হয়নি। ওই ম্যাচে সমর্থককে অ্যানফিল্ডে ঢুকতে দেয়া বড় ভুল ছিল।’

স্পেনে এখন পর্যন্ত মোট ২ লাখ ৮২ হাজার ৪৮০ জন আক্রান্ত হয়েছে। যেখানে মারা গেছে মোট ২৬ হাজার ৮৩৭ জন। অপরদিকে ১ লাখ ৯৬ হাজার ৯৫৮ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

মেসির উপর ক্ষোভ ঝাড়লেন বার্সেলোনা কোচ

মেসির উপর ক্ষোভ ঝাড়লেন বার্সেলোনা কোচ

কিশোরী ফুটবলারদের ‘ধর্ষণ’, নিষিদ্ধ হাইতি ফুটবলের প্রধান

কিশোরী ফুটবলারদের ‘ধর্ষণ’, নিষিদ্ধ হাইতি ফুটবলের প্রধান

লা লিগার নতুন সূচি প্রকাশ

লা লিগার নতুন সূচি প্রকাশ

করোনায় আক্রান্ত ইপিএলের আরও দুই ফুটবলার

করোনায় আক্রান্ত ইপিএলের আরও দুই ফুটবলার