১৭ জুন মাঠে গড়াচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৬ এএম, ২৯ মে ২০২০
১৭ জুন মাঠে গড়াচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ

করোনাভাইরাসের কারণে মার্চে স্থগিত করা হয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল)। করোনার প্রাদুর্ভাব কমতে থাকায় মাঠে ফুটবল ফেরাতে তড়িঘড়ি করেছে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। তবে নতুন খবর, ১৭ জুন থেকে মাঠে গড়াচ্ছে ইপিএল।

করোনার কারণে ১৩ মার্চ স্থগিত করা হয়েছিল প্রিমিয়ার লিগ। যেখানে সর্বশেষ ৯ মার্চ লিসেস্টার সিটি ৪-০ ব্যবধানে অ্যাস্টন ভিলাকে হারিয়েছিল। লিসেস্টারের জয়ের ১০০ দিন পর আবারও মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার লিগ। দর্শকশূন্য মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

করোনার পরবর্তী সময়ে ফুটবল ফেরানোর চেষ্টা করলেও শঙ্কা যেন কমছিল না। ইংল্যান্ড সরকার অনুমতি দিলেও ২৭৫২ জনের করোনাভাইরাস পরীক্ষা করে ১২ জনের দেহে করোনা পজেটিভ পাওয়া গেলে আবারও শঙ্কা জাগে।

কোন ক্লাবের সাথে কারও কোন যোগাযোগ ছাড়া সবাই অনুশীলনে ফিরলেও বুধবার (২৭ মে) ক্লাবগুলোর সর্বসম্মতিতে অনুশীলনে ফেরার ঘোষণা দেয়। এছাড়া বৃহস্পতিবার(২৮ মে) একটি বৈঠকে ক্লাবগুলোর বৈঠকে ক্লাবগুলো এক মত পোষণ করেছে বলে জানা যায়।

শুরু দিনে ১৭ জুন মাঠে গড়াবে দুইটি ম্যাচ। যেখানে অ্যাস্টন ভিলার বিপক্ষে মাঠে নামবে শেফিল্ড ইউনাইটেড।আর অন্য একটি ম্যাচে আর্সেনালের বিপক্ষে মাঠে নামবে গার্দিওয়ালার ম্যানচেস্টার সিটি। আর বাকি ম্যাচগুলোর সূচি খুব শীগ্রই প্রকাশ করবে

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি নবায়ন করলেন ক্যাসেমিরো

রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি নবায়ন করলেন ক্যাসেমিরো

সমর্থকদের ছাড়া শিরোপা জয় ‘অদ্ভূত’ ব্যাপার

সমর্থকদের ছাড়া শিরোপা জয় ‘অদ্ভূত’ ব্যাপার

আর্সেনালে ডেভিড লুইজের ভবিষ্যত নিয়ে শঙ্কা

আর্সেনালে ডেভিড লুইজের ভবিষ্যত নিয়ে শঙ্কা

মাঠে ফুটবল ফেরানোর অনুমতি দিলো অস্ট্রেলিয়া

মাঠে ফুটবল ফেরানোর অনুমতি দিলো অস্ট্রেলিয়া