২০২১ অলিম্পিক নিয়ে অনিশ্চয়তায় পৃষ্ঠপোষকরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৬ এএম, ১৩ জুন ২০২০
২০২১ অলিম্পিক নিয়ে অনিশ্চয়তায় পৃষ্ঠপোষকরা

করোনাভাইরাসের কারণে ২০২০ সালের টোকিও অলিম্পিক আসরকে এক বছর পিছিয়ে ২০২১ সালে নেওয়া হয়। তবে টোকিও ২০২০ অলিম্পিকের কর্পোারেট পৃষ্ঠপোষকরা এখনও নিশ্চিত হতে পারছেন না যে, ২০২১ সাল পর্যন্ত এই গেমসকে সমর্থন দেওয়া যাবে কি-না। একটি জরিপের রিপোর্টে এমন কথাই বলা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকেতে সম্প্রচারিত একটি রিপোর্টে বলা হয় পৃষ্ঠপোষকদের ৬৫ শতাংশের উপর চালানো জরিপে দেখা গেছে পরের বছর পর্যন্ত আর্থিক সহযোগিতা করার ব্যাপারে তারা এখনও মনস্থির করতে পারছেন না।

এনএইচকের মতে, করোনাভাইরাসের কারণে জনসমাবেশের উপর কড়াকড়ি আরোপ করায় গেমসের বিভিন্ন কর্মকান্ড থেকে তারা কাঙ্খিত প্রচার পাচ্ছে না। তাই এ বিষয়ে তারা উদ্বিগ্ন। গেমসটি শেষ পর্যন্ত বাতিল হওয়ারও আশঙ্কা করছেন অনেকে। কারণ অলিম্পিকের অনেক সিনিয়র কর্মকর্তারাই বলে বেড়াচ্ছেন যে, ২০২১ সালের মধ্যে অবশ্যই টোকিওকে গেমস আয়োজন করতে হবে। আয়োজন করতে না পারলে গেমসটি আর আয়োজন করা হবে না।

অনেক পৃষ্ঠপোষক বলেছেন যে, তারা পৃষ্ঠপোষকতার মেয়াদ বাড়ানোর বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেয়নি। কারণ আয়োজকদের সঙ্গে তাদের আপোষরফার আলোচনা এখনও শুরু হয়নি। জরিপে অংশ নেয়া ৬৮ শতাংশ পৃষ্ঠপোষকের দুই তৃতীয়াংশ বলেছে, করোনার কারণে তারা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত।

অপরদিকে স্থগিত হওয়ার কারণে অলিম্পিক গেমসও ফান্ড সঙ্কটে পড়েছে। টোকিও অলিম্পিক আয়োজকরা গেমসটি এক বছর পিছিয়ে দেওয়ায় বাড়তি কোন অর্থ দিতে সম্মত না হলেও আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) বাড়তি ৮০০ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করেছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পরিবারসহ হামলার শিকার ডেল স্টেইন

পরিবারসহ হামলার শিকার ডেল স্টেইন

কৃষ্ণাঙ্গ হওয়ায় আমি গর্বিত : স্যামি

কৃষ্ণাঙ্গ হওয়ায় আমি গর্বিত : স্যামি

প্রস্তাবিত বাজেটে ক্রীড়া মন্ত্রণালয় পাচ্ছে ১৪৭৯ কোটি টাকা

প্রস্তাবিত বাজেটে ক্রীড়া মন্ত্রণালয় পাচ্ছে ১৪৭৯ কোটি টাকা

পাকিস্তানে উইন্ডিজ ক্রিকেটারদের রাজার চোখে দেখা হয়

পাকিস্তানে উইন্ডিজ ক্রিকেটারদের রাজার চোখে দেখা হয়