কোয়াবের জেলা কমিটির নেতৃত্বে মোসাদ্দেক-নাসির

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০২ এএম, ২৯ জুলাই ২০২০
কোয়াবের জেলা কমিটির নেতৃত্বে মোসাদ্দেক-নাসির

ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশকে (কোয়াব) ছড়িয়ে দেওয়া হচ্ছে পুরো দেশে। আগের দশ জেলার পর এবার আরও দশ জেলায় দেওয়া হলো নতুন কমিটি। ক্রিকেটারদের এ সংগঠনের বর্তমান জেলায় কমিটির সংখ্যা দাঁড়ালো ২০টি।

ক্রিকেটারদের এ সংগঠনটির জেলা ভিত্তিক কমিটিতে নেতৃত্ব পেয়েছেন জাতীয় দলে খেলা বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার। ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক হয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। এছাড়া রংপুর জেলার সভাপতির দায়িত্ব পেয়েছেন নাসির হোসেন এবং তার সঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সোহরাওয়ার্দী শুভ।

সোমবার (২৭ জুলাই) কোয়াব এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে। কোয়াব বলে, ‌‘ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) দেশের দশটি জেলায় কোয়াবের জেলা শাখার অনুমোদন দিয়েছে। কোয়াবের সভাপতি ও সাধারণ সম্পাদক এসব কমিটির অনুমোদন দিয়েছেন।’

আরও বলা হয়, ‘জেলা কমিটি গঠনের মূল উদ্দেশ্য হচ্ছে নিয়মিতভাবে জেলা ক্রিকেট লিগ আয়োজনে উল্লেখযোগ্য ভূমিকা রাখা ও জেলা পর্যায়ে ক্রিকেটারদের কল্যাণে মুখ্য ভূমিকা পালন। কোয়াব আশা প্রকাশ করছে, উল্লিখিত কমিটির ক্রিকেটাররা তাদের ওপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবেন।’

এদিকে নতুন কমিটির পাশাপাশি কোয়াবের নির্বাচনের প্রস্তুতিও চলছে। চলতি বছর ক্রিকেটারদের আন্দোলনের ১৩ দফায় অন্যতম দাবি ছিল এ সংগঠনের নির্বাচন।

কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল বলেন, ‘আমরা এর আগে বেশ কয়েকটি জেলায় কমিটি দিয়েছি। এবার আরও ১০ জেলায় কোয়াবের নতুন কমিটি দিলাম। আশা করি, ২ মাসের মধ্যে ৬৪ জেলাতেই কমিটি দিতে পারব।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট পেলেন জেমি ভার্ডি

প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট পেলেন জেমি ভার্ডি

কোহলির ফিটনেসের ফর্মুলা অনুকরণ করতে রাজি নন ওয়াকার

কোহলির ফিটনেসের ফর্মুলা অনুকরণ করতে রাজি নন ওয়াকার

নিজেকে রোনালদোর মতো ভাবেন মেসি ভক্ত সাকিব

নিজেকে রোনালদোর মতো ভাবেন মেসি ভক্ত সাকিব

লাস্যময়ী ক্রিকেট তারকা পেরির বিবাহ বিচ্ছেদ

লাস্যময়ী ক্রিকেট তারকা পেরির বিবাহ বিচ্ছেদ