কোহলির ফিটনেসের ফর্মুলা অনুকরণ করতে রাজি নন ওয়াকার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০৭ এএম, ২৯ জুলাই ২০২০
কোহলির ফিটনেসের ফর্মুলা অনুকরণ করতে রাজি নন ওয়াকার

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির ফিটনেসের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন পাকিস্তানের সাবেক দলনেতা ও বর্তমান দলের বোলিং কোচ ওয়াকার ইউনিস। কিন্তু কোহলির ফিটনেসের ফর্মুলা তার দলের খেলোায়াড়রা অনুকরণ করবে না বলে জানালেন ওয়াকার। দলের খেলোয়াড়দের জন্য ভিন্ন ফিটনেস ফর্মুলা তৈরি করবেন বলে জানান তিনি।

টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে ইংল্যান্ডে আছে পাকিস্তান ক্রিকেট দল। আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে আজহার আলীর দল। টেস্ট সিরিজ শেষে টি-টোয়েন্টি লড়াইয়ে নামবে বাবর আজমের দল। টেস্ট সিরিজকে সামনে রেখে নিজেদের মধ্যে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলেছে পাকিস্তানের খেলোয়াড়রা। টেস্ট সিরিজকে নিয়ে পরিকল্পনা করছেন দলের কোচিং স্টাফরা। তবে তারা খেলোয়াড়দের ফিটনেসের উপর জোড় দিয়েছেন বলে জানান দলের বোলিং কোচ ওয়াকার।

ভারত অধিনায়ক কোহলির ফিটনেসের প্রশংসা করা ওয়াকার, দলের খেলোয়াড়দের জন্য নতুন ফিটনেস ফর্মুলা তৈরির কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের দলেও বেশ কয়েকজন ফিট ক্রিকেটার রয়েছে। তারা তা প্রমাণ করেছে, তিন ফরম্যাটে খেলতে হলে সকল ক্রিকেটারকে ফিট হতেই হয়। ভারতের অধিনায়ক বিরাট কোহলি দুর্দান্ত ফিট একজন খেলোয়াড়। বিশ্বের মধ্যে অন্যতম একজন ফিট খেলোয়াড়।’

তিনি আরও বলেন, ‘আমাদের খেলোয়াড়রাও ফিটনেসের দিক দিয়ে পিছিয়ে নেই। বাবর-শাহিন আফ্রিদি দারুণ ফিট। তারা বেশ ভাল পারফর্মও করছে। আমরা অন্য কাউকে কপি করবো না। নিজেরাই নিজেদের একটা স্ট্যান্ডার্ড তৈরি করবো। যাতে আমাদের ফর্মুলাতেই খেলোয়াড় ফিট হতে পারে। আমাদের দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো।’

ইংল্য্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য পুরো দল ভালোভাবে প্রস্তুত হচ্ছে বলে জানান ওয়াকার। তিনি বলেন, ‘টেস্ট সিরিজকে সামনে রেখে নিজেদের তৈরি করছে খেলোয়াড়রা। খেলোয়াড়রদের কঠোর পরিশ্রমের প্রশংসা করতে হয়। তারা টেস্টে সিরিজে ভালো করতে মুখিয়ে আছে।’

৫ আগস্ট থেকে ম্যানচেস্টারে শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। পরের দুই টেস্ট হবে সাউথ্যাম্পটনে। ১৩ ও ২১ আগস্ট হবে ম্যাচ দুটি। স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে সবগুলো ম্যাচই হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :