দরিদ্র ও অসহায় মানুষদের নিয়ে সাকিবের বার্তা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২৮ এএম, ০২ আগস্ট ২০২০
দরিদ্র ও অসহায় মানুষদের নিয়ে সাকিবের বার্তা

ফাইল ফটো

বিশ্বজুড়ে করোনাভাইরাসের থাবার মাঝেও যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দেশব্যাপী উদযাপিত হলো পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাকিব লিখেন, ‘মহান আল্লাহর নির্দেশে ত্যাগের অঙ্গীকার পালনের দিনটিই হলো ঈদ-উল-আযহার দিন। আল্লাহ আমাদের সকলকে সমান ভালোবাসা ও শক্তি দান করুন। আশেপাশের দরিদ্র ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে আসুন ঈদের আনন্দ ছড়িয়ে দেই চারিদিকে।’

বর্তমানে যুক্তরাষ্ট্রে পরিবারের সাথে অবস্থান করছের সাকিব আল হাসান। চলতি বছরের মার্চে বাংলাদেশের করোনার প্রার্দুভাব শুরুর পরই যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যান তিনি। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতেই যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সাকিব।

জুয়াড়ির প্রস্তাব গোপন করার অপরাধে নিষেধাজ্ঞায় রয়েছেন সাকিব আল হাসান। চলতি বছরের ২৯ অক্টোবরের পর থেকে আবার মাঠের ক্রিকেটে ফিরতে পারবেন তিনি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নিজেকে রোনালদোর মতো ভাবেন মেসি ভক্ত সাকিব

নিজেকে রোনালদোর মতো ভাবেন মেসি ভক্ত সাকিব

বন্যার্তদের পাশে দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন

বন্যার্তদের পাশে দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন

ইংল্যান্ডেও করোনা পরীক্ষায় মুক্ত আমির

ইংল্যান্ডেও করোনা পরীক্ষায় মুক্ত আমির

টাইগারদের ঈদ শুভেচ্ছা

টাইগারদের ঈদ শুভেচ্ছা