টাইগারদের ঈদ শুভেচ্ছা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২২ এএম, ০২ আগস্ট ২০২০
টাইগারদের ঈদ শুভেচ্ছা

সারাদেশ জুড়ে একযোগে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল আযহা। যেখানে দেশের মানুষ ও ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন দেশের ক্রিকেটাররা। যেখানে উল্লেখযোগ্য নাম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদসহ আরও আরও অনেকেই।

সাকিব আল হাসান লিখেছেন, ‘মহান আল্লাহর নির্দেশে ত্যাগের অঙ্গীকার পালনের দিনটিই হলো ঈদ-উল-আযহার দিন। আল্লাহ আমাদের সকলকে সমান ভালবাসা ও শক্তি দান করুন। আশেপাশের দরিদ্র ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে আসুন ঈদের আনন্দ ছড়িয়ে দেই চারিদিকে।’

ঈদের শুভেচ্ছা জানিয়ে মুশফিকুর রহিম লিখেছেন, ‘আসসালামু আলাকইকুম। আল্লাহ আমাদের সবার কুরবানি কবুল করুক। দুনিয়ার সব ভালো কাজগুলোর প্রতিদান পরকালে দিবেন।’

এদিকে নিজের নির্বাচনী এলাকা নড়াইলে ঈদ করেছেন মাশরাফি বিন মুর্তজা। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এই করোনার মহামারি থেকে সকলকে সাবধানে থাকার জন্য আহ্বান জানান তিনি।

টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, ‘সবাইকে ঈদ মুবারক। ছেলের সাথে ছবি দিয়ে তাসকিন আহমেদ লিখেছেন, ‘আমার ও তাসফিন আহমেদ রিহানের পক্ষ থেকে সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা।’

পেসার রুবেল হোসেন লিখেছেন, ‘ত্যাগের মহিমায় উজ্জ্বল হোক আমাদের জীবন। সবাইকে ঈদের শুভেচ্ছা।’ ইমরুল কায়েস লিখেছেন, ‘আল্লাহ আমাদের কঠিন সময় দূর করে দিন এবং সবার জীবনে শান্তি ও সৌভাগ্য নেমে আসুক। সবাইকে ঈদের শুভেচ্ছা, ভালো থাকুন সবাই।’

কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান লিখেছেন, ‘বিশ্বজুড়ে আমার সব মুসলিম ভাই-বোনদের জানাই ঈদ মুবারক। এই মঙ্গলময় দিনে সবার সুস্বাস্থ্য , শান্তি ও উন্নতি কামনা করি।’

তরুণ অলরাউন্ডার সাইফ উদ্দিন লিখেছেন, ‘পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে। ঈদ উদযাপন হোক প্রতিটি ঘরে ঘরে আনন্দময়। ঈদ মোবারক সবাইকে।’ সাব্বির রহমান লিখেছেন, ‘ইনশাআল্লাহ পবিত্র ঈদুল আজহার আল্লাহ করুণা দিয়ে সবাইকে মঙ্গল করবেন। ঈদ মোবারক সবাইকে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

লন্ডন গেলেন তামিম ইকবাল

লন্ডন গেলেন তামিম ইকবাল

বক্সিং রিংয়ে ফিরছেন টাইসন

বক্সিং রিংয়ে ফিরছেন টাইসন

শিক্ষার অভাবে বর্ণ বৈষম্য করে : সাঙ্গাকারা

শিক্ষার অভাবে বর্ণ বৈষম্য করে : সাঙ্গাকারা

অলিম্পিক আয়োজনে ভ্যাকসিনের নিশ্চয়তা চান মোরি

অলিম্পিক আয়োজনে ভ্যাকসিনের নিশ্চয়তা চান মোরি