করোনায় বাবা হারালেন মোশাররফ রুবেল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৫ এএম, ২০ আগস্ট ২০২০
করোনায় বাবা হারালেন মোশাররফ রুবেল

করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর সিএমএইচ হাসপাতালে ভর্তি ছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মোশাররফ রুবেলের বাবা মহিউদ্দিন খন্দকার। করোনা যুদ্ধে হেরে গিয়ে সেখান থেকে আর ফেরা হলো না তার। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ৮টায় ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাংলাদেশের ক্রিকেটারদের জন্য সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) মোশরফ রুবেলের বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

রুবেলের বাবা করোনায় আক্রান্ত হওয়ার পর তার দেখাশোনা করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন রুবেলে ‍নিজেও। তিনি ও তার বাবা করোনায় আক্রান্ত হলেও তার স্ত্রী-সন্তানের ফলাফল নেগেটিভ এসেছিল। তেমন কোন সমস্যা না থাকায় বাসা থেকেই চিকিৎসা নিচ্ছিলেন রুবেল।

তবে রুবেলের বাবার অবস্থার অবনতি হওয়ায় তাকে ভর্তি করানো হয়েছিল সিএমইচের আইসিউতে। তবে শত চেষ্টা করেও বাঁচানো গেলো না তাকে। করোনা যুদ্ধে হার মেনে পাড়ি জমালেন পরোপারে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

রুবেলের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। এক শোক বার্তায় তারা লিখেন, ‘বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মোশাররফ রুবেলের পিতা মহিউদ্দিন খন্দকার মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ৮ ঘটিকায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।’

তারা আরও লিখেন, ‘মহিউদ্দিন খন্দকার স্ত্রী, দুই পুত্র, দুই কন্যা সন্তানসহ আত্মীয় স্বজন ও অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন। তার মৃত্যুতে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) গভীর শোক প্রকাশ করছে। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। সেই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বিসিবির কার্যালয়ে ‘মুজিব কর্নার’

বিসিবির কার্যালয়ে ‘মুজিব কর্নার’

বঙ্গবন্ধু বিশ্বের অধিকারবঞ্চিত মানুষের অনুপ্রেরণার উৎস : ক্রীড়া প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধু বিশ্বের অধিকারবঞ্চিত মানুষের অনুপ্রেরণার উৎস : ক্রীড়া প্রতিমন্ত্রী

বয়স্ক নারীর সাথে হাসিমাখা ছবিটিই কাল হচ্ছিলো হাফিজের

বয়স্ক নারীর সাথে হাসিমাখা ছবিটিই কাল হচ্ছিলো হাফিজের

মুশফিকের উদাহরণ টেনে ইউনিসেফের ‘চ্যালেঞ্জ’

মুশফিকের উদাহরণ টেনে ইউনিসেফের ‘চ্যালেঞ্জ’