জোন্সের মৃত্যুতে বিসিবির শোক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৩ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২০
জোন্সের মৃত্যুতে বিসিবির শোক

হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যাওয়া অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি ব্যাটসম্যান ডিন জান্সের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভারতের মুম্বাইয়ে মারা যান ৫৯ বছর বয়সী জোন্স।

বিসিবি এক বার্তায় জোন্সের মৃত্যুতে শোক প্রকাশ ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

১৯৮৭ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন জোন্স। ক্রিকেট ছাড়ার পর ধারাভাষ্যকর হিসেবে নিজেকে তুলে ধরেন তিনি। বাংলাদেশেও জনপ্রিয় মুখ ছিলেন জোন্স।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে চ্যানেল নাইনের ধারাভাষ্যকর দলের সদস্য ছিলেন তিনি। বিপিএলের প্রথম আসরে চিটাগং ভাইকিংসের টেকনিক্যাল ডিরেক্টরের হিসেবেও দায়িত্ব পালন করেছেন জোন্স।

সংযুক্ত আরব আমিরাতে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১৩তম আসরে ধারাভাষ্যকার হিসেবে স্টার স্পোর্টসের সাথে যুক্ত থাকায় ভারতেই ছিলেন জোন্স। মুম্বাইর একটি হোটেলে তার আকস্মিক মৃত্যু হয়

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

অনূর্ধ্ব-১৯ দলের প্রাথমিক দলে ২৮ জন

অনূর্ধ্ব-১৯ দলের প্রাথমিক দলে ২৮ জন

লম্বা ইনিংস খেলে স্থায়ী হতে চান শান্ত

লম্বা ইনিংস খেলে স্থায়ী হতে চান শান্ত

ঘরোয়া ক্রিকেট ফেরাতে বদ্ধপরিকর বিসিবি

ঘরোয়া ক্রিকেট ফেরাতে বদ্ধপরিকর বিসিবি

১১ কোচের সাথে সম্পর্ক ছিন্ন করলো বিসিসিআই

১১ কোচের সাথে সম্পর্ক ছিন্ন করলো বিসিসিআই