এন্ডারসনের নামে হচ্ছে সড়কের নাম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০২ এএম, ০২ নভেম্বর ২০২০
এন্ডারসনের নামে হচ্ছে সড়কের নাম

বিশ্বের চতুর্থ ও প্রথম পেস বোলার হিসেবে গত আগস্টে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে ৬শ’ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন ইংল্যান্ডের জেমস এন্ডারসন। এমন কীর্তির সম্মানসরূপ তার নামে সড়কের নামকরণ করা হচ্ছে। সম্প্রতি কাউন্সিলে এমন প্রস্তাব রেখেছেন বার্নলি মেয়র ওয়াজিদ খান।

১৯৮২ সালের ৩০ জুলাই ইংল্যান্ডের বার্নলিতে জন্মগ্রহণ করেন এন্ডারসন। ফলে বার্নলিতেই এন্ডারসনের নামে সড়কের নামকরণের প্রস্তাব দেন ওয়াজিদ।

ওয়াজিদ বলেন, ‘প্রথম পেসার হিসেবে টেস্টে এমন ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করায় এন্ডারসনের সম্মানে বার্নলিতে রাস্তার নামকরণ করা হবে। এন্ডারসনের জন্মগ্রহণ বার্নলিতে এবং এখানকার ক্রিকেট ক্লাবে তিনি ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছিলেন। এখনও এখানকার ক্রিকেটের সাথে জড়িত আছেন তিনি।’

বার্নলির মেয়র আরও বলেন, ‘তরুণদের জন্য একজন রোল মডেল ক্রিকেটার এন্ডারসন। ক্রিকেট ক্যারিয়ারে ৬শ’ উইকেট অনেক বড় অর্জন। কঠোর পরিশ্রমের মাধ্যমে সে বিশ্বের অন্যতম সেরা একজন পেসার।’

২০০৩ সালে টেস্ট ক্রিকেটে পথচলা শুরু হয় ৩৮ বছর বয়সি এন্ডারসনের। ১৫৬ টেস্টে ৬শ’ উইকেট শিকার করেন তিনি। ১৯৪ ওয়ানডেতে ২৬৯ ও ১৯টি টি-টোয়েন্টিতে ১৮ উইকেট নিয়েছেন এন্ডারসন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

তাবিথকে চার ভোটে হারিয়ে সহ-সভাপতি হলেন মহিউদ্দিন

তাবিথকে চার ভোটে হারিয়ে সহ-সভাপতি হলেন মহিউদ্দিন

করোনা আক্রান্ত রোনালদিনহো

করোনা আক্রান্ত রোনালদিনহো

অলিম্পিকের টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে

অলিম্পিকের টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে

ফ্রেঞ্চ ওপেন জিতে ফেদেরারের রেকর্ড ছুঁলেন নাদাল

ফ্রেঞ্চ ওপেন জিতে ফেদেরারের রেকর্ড ছুঁলেন নাদাল