বিরুষ্কা কন্যার নাম ‘ভামিকা’, জেনে নিন অর্থ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩২ এএম, ০২ ফেব্রুয়ারি ২০২১
বিরুষ্কা কন্যার নাম ‘ভামিকা’, জেনে নিন অর্থ

নতুন বছরের ১১ জানুয়ারি কন্যা সন্তানের বাবা হয়েছেন বিরাট কোহলি। মেয়ের জন্মের ঠিক ২১ দিন পর কন্যার নাম ও ছবি প্রকাশ করলেন বিরাট ও আনুশকা শর্মা। তারকা দম্পতির প্রথম কন্যার ছবি প্রকাশের সরগোল পড়ে গেছে স্যোশাল মিডিয়ায়।

বিরাট-আনুষ্কার মেয়ের নাম তাদের দু’জনের নামের সাথে মিল রেখেই রাখা হয়েছে। বিরুষ্কা দম্পতির কন্যার নাম রাখা হয়েছে ‘ভামিকা’ (Vamika)। নাম শুনে সহজেই বোঝা যায়, মা-বাবা দু’জনের নামের সঙ্গে মিলিয়েই রাখা হয়েছে।

নামের প্রথম অক্ষরটি (V), যা বিরাটের (Virat) নাম থেকে নেওয়া এবং শেষের অক্ষর দুটি (Ka), যা অনুষ্কার (Anushka) নাম থেকে নেওয়া হয়েছে। ভামিকা নামটি বেশ অপরিচিতই, ভারতের এ ধরনের নাম আগে আর শোনা যায়নি।

এছাড়া ‘ভামিকা’ (Vamika) নামের একটি বিশেষ অর্থও রয়েছে। হিন্দু ধর্ম অনুসারে ‘ভামিকা’ অর্থ হলো- মা দূর্গা। অর্থাৎ, দেবী দূর্গার নামেই মেয়ের নাম ‘ভামিকা’ রেখেছেন বিরাট-আনুষ্কা।

স্যোশাল মিডিয়ার মেয়ের প্রথম ছবি ও নাম শেয়ার করে আনুষ্কা লেখেন, ‘আমরা একসঙ্গে ভালোবাসা, অস্তিত্ব আর কৃতজ্ঞতা নিয়ে বেঁচেছি, তবে আমাদের জীবনের সম্পূর্ন নতুন অর্থ খুঁজে দিয়েছে এই খুদে ‘ভামিকা’। হাসি, কান্না, চিন্তা, আনন্দ- প্রত্যেকটা আবেগের অভিজ্ঞতা মিশে রয়েছে কয়েক মুহূর্তের মধ্যে! ঘুম নেই কিন্তু হৃদয় ভালোবাসায় ভরপুর। তোমাদের সকলকে ধন্যবাদ ভালোবাসা, প্রার্থনা এবং শুভ কামনার জন্য।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

না খেলে দুঃসংবাদ পেলেন কোহলি

না খেলে দুঃসংবাদ পেলেন কোহলি

নেগেটিভদের নিয়ে কোহলির পজিটিভ আড্ডা

নেগেটিভদের নিয়ে কোহলির পজিটিভ আড্ডা

বুমরাহ-অশ্বিনদের পারফরমেন্সে খুশি কোহলি

বুমরাহ-অশ্বিনদের পারফরমেন্সে খুশি কোহলি

দলের ব্যর্থতার মাঝেও কোহলিকে সুখবর দিল আইসিসি

দলের ব্যর্থতার মাঝেও কোহলিকে সুখবর দিল আইসিসি