নাসির-তামিমার বিরুদ্ধে মামলার আবেদন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৬ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০২১
নাসির-তামিমার বিরুদ্ধে মামলার আবেদন

ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানার বিরুদ্ধে মামলা নেওয়ার আবেদন করা হয়েছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তামিমার আগের স্বামী রাকিব হাসান এ আবেদন করেছেন।

জানা গেছে, আইনবহির্ভূত ভাবে বিয়ে করার অভিযোগে নাসির হোসেন ও তামিমা সুলতানার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪৯৪, ৪৯৭ ও ৪৯৮ ধারায় অভিযোগ আনা হয়েছে।

১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় নাসির ও তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নাসিরের বিয়ের ছবি ছড়িয়ে পড়ার পরপরই স্ত্রী তামিমরার আগের বিয়ের খবরও ছড়িয়ে পড়ে। জানা যায়, তামিমা সুলতানা তার আগের স্বামী রাকিবকে তালাক না দিয়ে নাসিরকে বিয়ে করেছেন।

নাসিরের বিয়ের পর রাজধানীর উত্তরা পশ্চিম থানায় এমন অভিযোগ তুলে সাধারণ ডায়েরি (জিডি) করেন তামিমর আগের স্বামী রাকিব হাসান। জিডিতে বলা হয়, তামিমার সঙ্গে রাকিবের ১১ বছরের সংসার। দু'জনের ৮ বছরের একটি মেয়েও আছে।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নাসিরের স্ত্রীর ৮ বছরের কন্যা রয়েছে, প্রথম স্বামীর জিডি

নাসিরের স্ত্রীর ৮ বছরের কন্যা রয়েছে, প্রথম স্বামীর জিডি

ভালোবাসা দিবসকেই বেছে নিলেন নাসির

ভালোবাসা দিবসকেই বেছে নিলেন নাসির

গোলাপি বলেই উদ্বোধন, উচ্ছ্বসিত ভারত-অস্ট্রেলিয়া

গোলাপি বলেই উদ্বোধন, উচ্ছ্বসিত ভারত-অস্ট্রেলিয়া

দেশের খেলা আগে, দলে থাকলে টেস্ট খেলবো : মোস্তাফিজ

দেশের খেলা আগে, দলে থাকলে টেস্ট খেলবো : মোস্তাফিজ