ভারতের অবস্থা নিয়ে চিন্তিত রামোসও

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩৪ এএম, ০২ মে ২০২১
ভারতের অবস্থা নিয়ে চিন্তিত রামোসও

করোনা ভাইরাসে নাজেহাল ভারতের অবস্থা প্রতিনিয়তই খারাপের দিকে যাচ্ছে। বিশ্বের সকল খেলোয়াড় থেকে মানুষ, সবারই আলাদা নজর ভারতের উপর। ভারতের এই বর্তমান পরিস্থিতি চোখ এড়ায়নি রিয়াল মাদ্রিদ তারকা সার্জিও রামোসেরও। নিজে অর্থ দান না করলেও ইউনিসেফের তহবিলে অর্থ দান করার জন্য একটি লিংক প্রদান করেন তিনি। 

রামোস নিজেই আক্রান্ত হয়েছিলেন করোনায়। আর তাই অন্যদের চেয়ে রামোস ভালো করেই জানেন করোনা একজন ব্যক্তির জন্য কতটুকু ভয়ংকর। ইতিমধ্যেই করোনাকে জয় করেছেন তিনি। যদিও করোনা আক্রান্ত হওয়ার আগে থেকেই  ইঞ্জুরির জন্য মাঠের বাইরে ছিলেন তিনি। 

নিজের অফিশিয়াল টুইটারে ভারতের অবস্থা তুলে ধরে রামোস লিখেন, `ভারতের প্রতিদিনই সংক্রমণের সংখ্যা বাড়ছে। ইউনিসেফ এর ধারণা, ভারতের ৫ বছরের নিচের শিশু বেশী মারা যাবে এই মহামারীতে। তাই সকলকে এগিয়ে আসা উচিত ভারতের এই দুর্দিনে।` 

নিজের এই পোস্টের সাথে অর্থ দান করার জন্য একটি লিঙ্কও সংযুক্ত করেন তিনি। 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]

 


শেয়ার করুন :


আরও পড়ুন

পাঁচশ’র নিচেই শ্রীলঙ্কার ইনিংস ঘোষণা

পাঁচশ’র নিচেই শ্রীলঙ্কার ইনিংস ঘোষণা

নিজ জন্মভূমিতে খেলতে মুখিয়ে খাজা

নিজ জন্মভূমিতে খেলতে মুখিয়ে খাজা

অক্সিজেনের জন্য অর্থ সাহায্য দিল ধাওয়ান

অক্সিজেনের জন্য অর্থ সাহায্য দিল ধাওয়ান

এএফসি কাপ থেকে বাদ আবাহনী

এএফসি কাপ থেকে বাদ আবাহনী