অলিম্পিক প্রধানের জাপান সফর বাতিল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১২ এএম, ১২ মে ২০২১
অলিম্পিক প্রধানের জাপান সফর বাতিল

অলিম্পিক গেমস শুরু হতে তিন মাসেরও কম সময় বাকি। এর মধ্যে তৃতীয় দফায় জাপানে করোনা মহামারীর কারণে জরুরি অবস্থা ঘোষণা করেছে। দেশটির এ অবস্থায় আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) প্রধান থমাস বাখের টোকিও সফর বাতিল করা হলো।

অলিম্পিক গেমস শুরুর আগে ১৭-১৮ মে বাখের জাপান সফর করার কথা ছিল। তবে আয়োজকরা বিভিন্ন পরিস্থিতি বিবেচনায় ও সরকারের জরুরি অবস্থা ঘোষণার প্রেক্ষিতে আপাতত এ সফর স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।

জাপানে নতুন করে জরুরি অবস্থা ঘোষণা করায় ২০২০ টোকিও গেমস আয়োজন নিয়ে আবারও শঙ্কা দেখা দিল। ইতিমধ্যেই করোনার কারণে বেশ কিছু পরীক্ষামূলক ইভেন্ট বাতিল, স্থগিত কিংবা অন্যত্র সড়িয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম অ্যাথলেটিক্সের টেস্ট ইভেন্ট। ৪০০ প্রতিদ্বন্দ্বীর অংশগ্রহণে এ ইভেন্টনটি দর্শকবিহীন টোকিও অলিম্পিক স্টেডিয়ামে রোববার অনুষ্ঠিত হয়।

জাপানিজ সরকার ও অলিম্পিক অফিসিয়ালরা বারবারই বলে আসছেন, গত বছর বাতিল হওয়া এ গেমস যেকোনো মূল্যেই এবারের গ্রীষ্মে টোকিওতে আয়োজিত হবে। যদিও বিভিন্ন ভোটের মাধ্যমে খোদ জাপানিজ জনগণও এ মুহূর্তে গেমস বাতিল কিংবা আরও পিছিয়ে দেওয়াির পক্ষে মতামত দিয়েছেন।

এদিকে, এক বিবৃতিতে টোকিও ২০২০ আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব বাখের এ সফরের নতুন তারিখ ঘোষণা করা হবে। পুরো করোনাভাইরাস পরিস্থিতি সার্বক্ষণিক তারা পর্যবেক্ষণ করছে।

জাপানিজ গণমাধ্যম দাবি জানিয়েছে, এপ্রিল মাসেই বাখের এ সফর পুনরায় আয়োজনের পরিকল্পনা করছে স্থানীয় আয়োজক কমিটি।

টোকিওসহ বেশ কিছু ক্লাস্টার এরিয়ায় এ মাসের শেষ পর্যন্ত জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। টোকিও গেমসের প্রধান সেইকো হাশিমোতো জানিয়েছেন, জরুরি অবস্থার মধ্যে একজন শীর্ষ কর্মকর্তার সফর কোনোভাবেই সম্ভব নয়। বিষয়টি বেশ কঠিন।

জাপানের কোভিড-১৯ পরিস্থিতি বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেকটাই স্বস্তিদায়ক হলেও তাদের ভ্যাকসিন কার্যক্রম বেশ ধীর গতিতে অগ্রসর হচ্ছে। নতুন প্রবাহে যে কারণে বেশ কিছু এলাকার জনগণ ব্যাপকহারে আক্রান্ত হচ্ছেন।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আঠারোতেই সিলভার চমক

আঠারোতেই সিলভার চমক

টোকিও অলিম্পিক : মশাল নেবে না বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি

টোকিও অলিম্পিক : মশাল নেবে না বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি

টোকিও অলিম্পিকে করোনার থাবা

টোকিও অলিম্পিকে করোনার থাবা

তিন ভারোত্তোলককে আইওসি’র অযোগ্য ঘোষণা

তিন ভারোত্তোলককে আইওসি’র অযোগ্য ঘোষণা