মায়ের কবরে চিরনিদ্রায় অমিত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২২ এএম, ০৬ জুলাই ২০২১
মায়ের কবরে চিরনিদ্রায় অমিত

রাজধানীর আজিমপুর কবরস্থানে মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ক্রীড়াঙ্গনে প্রিয়মুখ আহসান আহমেদ অমিত। মায়ের কবরে শায়িত করার আগে সোমবার (৫ জুলাই) ঢাকায় তার মরদেহ দুইবার জানাজা পড়ানো হয়।

বাফুফের হেড অব মিডিয়া আহসান আহমেদ অমিত গত বুধবার (৩০ জুন) সন্ধ্যায় দিল্লির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৪৩ বছরের জীবনের মধ্যে প্রায় ৩০ বছরের বেশি সময় ক্রীড়াঙ্গনে কাটানো অমিতের হঠাৎ চলে যাওয়ায় শোকের ছাড়া নেমে আসে দেশের ক্রীড়াঙ্গনে।

শেষবারের মতো দেখতে এবং জানাজায় অংশ নিতে ছুটে আসেন প্রিয় মানুষগুলো। বেলা ১১টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় জানাজায় বাফুফের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি, সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ, জাকির হোসেন চৌধুরী, আমের খান, মহিদুর রহমান মিরাজ, ডেভেলপমেন্ট কমিটির সদস্য সৈয়দ রিয়াজুল করিমসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এ সময় বাফুফের সদস্য মাহফুজা আক্তার কিরণও উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টায় গোপিবাগের আর কে মিশন রোডে বিসমিল্লাহ মসজিদে অমিতে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দুইদফা জানাজা শেষে দুপুর সাড়ে ১২টার দিকে আজিমপুর কবরস্থানে মায়ের কবরে অমিততে চিরনিন্দ্রায় শায়িত করা হয়।

ভারতে চিকিৎসাধীন অবস্থা মারা যাওয়ার পর রোববার (৪ জুলাই) বেনাপোল দিয়ে অমিতের মরদের ঢাকায় আনা হয়। বেনাপোলে অমিতের মরদেহ গ্রহণ করেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি খন্দকার হাসান মুনীর ও বাফুফের গ্রাসরুট ম্যানেজার মো. হাসান মাহমুদ।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

শেষ দিনে স্বাগতিক হতে আবেদন করলো বসুন্ধরা

শেষ দিনে স্বাগতিক হতে আবেদন করলো বসুন্ধরা

বাফুফের এক-তারকা গ্রেডে আরও ২৪ একাডেমি

বাফুফের এক-তারকা গ্রেডে আরও ২৪ একাডেমি

সাফ চ্যাম্পিয়নশিপে পাঁচ দল, সিদ্ধান্ত আসবে দ্রুতই

সাফ চ্যাম্পিয়নশিপে পাঁচ দল, সিদ্ধান্ত আসবে দ্রুতই

শত কোটি টাকায় নতুন রূপে বঙ্গবন্ধু স্টেডিয়াম, যা থাকছে

শত কোটি টাকায় নতুন রূপে বঙ্গবন্ধু স্টেডিয়াম, যা থাকছে