শীর্ষে থেকে টোকিও অলিম্পিক শেষ করলো যুক্তরাষ্ট্র

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩১ পিএম, ০৯ আগস্ট ২০২১
শীর্ষে থেকে টোকিও অলিম্পিক শেষ করলো যুক্তরাষ্ট্র

করোনাভাইরাস মহামারির মধ্যেই পর্দা নামলো দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত অলিম্পিকের। ১৭ দিনে ৩৩৯ পদকের লড়াই শেষে পর্দা উঠেছে এবারের আসরের। অপেক্ষা শুরু হলো ২০২৪ প্যারিস অলিম্পিকের। রিও ডি জেনেরিও অলিম্পিকের মতো এবারের আসরেও শীর্ষ স্থান ধরে রেখেছিল যুক্তরাষ্ট্র।

টোকিও অলিম্পিকের মশাল জ্বেলেছিলেন গ্রান্ড গ্ল্যামজয়ী টেনিস তারকা নাওমি ওসাকা। উদ্বোধন করেন জাপানের সম্রাট নারুহিতো। সমাপনী অনুষ্ঠানে ২০২৪ অলিম্পিকের আয়োজক শহর প্যারিস শহরের মেয়র আন হিদালগুর হাতে পতাকা তুলে দেন অলিম্পিক প্রধান টমাস বাখ।

করোনাভাইরাস মহামারির মধ্যে সফলভাবে টোকিও অলিম্পিক শেষ করায় আয়োজক, অ্যাথলেট, কোচ এবং স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান টোকিও অলিম্পিক আয়োজক কমিটির প্রধান সেইকো হাশিমোতো।

টোকিও অলিম্পিকের নিষ্পত্তি হওয়ার কথা ছিল ৩৩৯ পদকের। তবে হাই জাম্পে যৌথ স্বর্ণপদক জেতায় মোট স্বর্ণ পদকের সংখ্যা দাঁড়ায় ৩৪০ টি। অলিম্পিক ইতিহাসে ১১৩ বছর পর স্বর্ণ পদক ভাগাভাগির ঘটনা ঘটে।

টোকিও অলিম্পিকে প্রথমবারের স্বর্ণ পদক তুলে নেয় বারমুডা, বুরকানো ফুসো, স্যান ম্যারিনোর মতো দেশগুলো। এবারের ইভেন্টে খেলা বর্জনের মতোও ঘটনা ঘটেছে।

৩৯ স্বর্ণ, ৪১ রৌপ্য এবং ৩৩ ব্রোঞ্জসহ ১১৩ পদক নিয়ে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। সর্বশেষ ২০১৬ রিও অলিম্পিকের সেরা দেশ ছিল তারা। এছাড়াও দ্বিতীয় স্থানে ছিল চীন।

রিও অলিম্পিকে তৃতীয় স্থানে থাকা চীন টোকিওতে ৩৮টি স্বর্ণ, ৩২টি রুপা ও ১৮টি ব্রোঞ্জসহ ৮৮টি পদক নিয়ে দ্বিতীয় হয়েছে। তৃতীয় স্থানে ছিল আয়োজক দেশ জাপান।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

১০০ বছর পর অলিম্পিক অ্যাথলেটিকসে স্বর্ণ জিতলো ভারত

১০০ বছর পর অলিম্পিক অ্যাথলেটিকসে স্বর্ণ জিতলো ভারত

অলিম্পিকে ১০ পদক, বিশ্ব রেকর্ড গড়লেন অ্যালিসন ফেলিক্স

অলিম্পিকে ১০ পদক, বিশ্ব রেকর্ড গড়লেন অ্যালিসন ফেলিক্স

টোকিও অলিম্পিকে খেলতে এসেই রেকর্ড করলেন ৫১ বছর বয়সী গার্সিয়া

টোকিও অলিম্পিকে খেলতে এসেই রেকর্ড করলেন ৫১ বছর বয়সী গার্সিয়া

ভলিবলে ব্রাজিলকে হারিয়ে দিল  আর্জেন্টিনা

ভলিবলে ব্রাজিলকে হারিয়ে দিল আর্জেন্টিনা