দেশের ক্রীড়াঙ্গনে আরও একটি মৃত্যু সংবাদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৪ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২১
দেশের ক্রীড়াঙ্গনে আরও একটি মৃত্যু সংবাদ

দেশের ক্রীড়াঙ্গনে মৃত্যু সংবাদ যেন থামছে না। একের পর এক মৃত্যু সংবাদে ক্রীড়াঙ্গনে বইছে শোকের ছায়া। ক্রিকেট কোচ ও ক্রীড়া লেখক জালাল আহমেদ চৌধুরীর (৭৪) এবার চলে গেলেন ফুটবল অঙ্গনের পরিচিত মুখ আহমেদ সাঈদ আল ফাতাহ।

সাইফ গ্লোবাল স্পোর্টসের এ জেনারেল ম্যানেজার বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঢাকা ক্যান্টনমেন্টে তার বাসবভনের কাছেই ২ নম্বর রোডে অবস্থিত ‘আল্লাহু কেন্দ্রীয় মসজিদে’ সকাল ১০টায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।

দেশের ফুটবল ক্লাব সাইফ গ্লোবাল স্পোর্টস ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনেও (বাফুফে) তিনি কাজ করেছেন। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের ব্যক্তিগত সহকারী ছিলেন ফাতাহ। এছাড়া ফুটবল ছাড়াও অন্যান্য খেলাধুলা নিয়েও বেশ আগ্রহী ছিলেন আহমেদ সাঈদ আল ফাতাহর।

ক্লাবের ম্যানেজারের এমন আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সাইফ গ্লোবাল স্পোর্টস। এক শোকবার্তায় তারা জানান, জেনারেল ম্যানেজার আহামেদ সায়েদ মৃত্যুতে আমরা সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড পরিবার গভীরভাবে শোকাহত। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভুতি জ্ঞাপন করছি।

২০১৩ সালের আগস্টে আফরোজা আহমেদ বিথির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন আহমেদ সাঈদ আল ফাতাহ। তাদের ঘরে একটি কন্যা সন্তান রয়েছে।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

চলেই গেলেন জালাল আহমেদ চৌধুরী

চলেই গেলেন জালাল আহমেদ চৌধুরী

‘ব্যাটসম্যান’ নয় ‘ব্যাটার’, নিয়ম করলো এমসিসি

‘ব্যাটসম্যান’ নয় ‘ব্যাটার’, নিয়ম করলো এমসিসি

বাংলাদেশ ছাড়লেন জেমি ডে, ফেরা অনিশ্চিত

বাংলাদেশ ছাড়লেন জেমি ডে, ফেরা অনিশ্চিত

ভারত থেকে ই-মেইলে নিউজিল্যান্ডকে হুমকি, দাবি পাকিস্তানের

ভারত থেকে ই-মেইলে নিউজিল্যান্ডকে হুমকি, দাবি পাকিস্তানের