কোভিড ভ্যাকসিন না নেওয়ায় কোচ বরখাস্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৯ এএম, ২০ অক্টোবর ২০২১
কোভিড ভ্যাকসিন না নেওয়ায় কোচ বরখাস্ত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন স্টেট দলের ফুটবল কোচ নিক রোলোভিচকে বরখাস্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ। কোভিড ভ্যাকসিন না নেওয়ায় তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি। আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।

করোনাভাইরাস মহামারির ভয়াবহতা থেকে রক্ষা পেতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাদেশিক সরকার শিক্ষাক্ষেত্রে জড়িত সবাইকে কোভিড ভ্যাকসিন নিতে বলেছে। প্রাদেশিক সরকারের প্রতিনিধি জে ইন্সলি বুধবার (১৩ অক্টোবর) এ ঘোষণা দেন। তিনি জানান, শিক্ষাঙ্গনের সাথে জড়িত সকল কর্মকর্তা-কর্মচারীদের সোমবারের (১৮ অক্টোবর) মধ্যে ভ্যাকসিন নিতে হবে।

বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাদেশিক সরকার তাদের উল্লিখিত ঘোষণার উপর জোর দিচ্ছে। সরকারি এবং বেসরকারি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের যে সব কর্মকর্তা এখনো ভ্যাকসিন নেয়নি তাদের সকলকেই বহিষ্কার করার নির্দেশ দিয়েছে।

সরকারের ঘোষণা অনুযায়ী ওয়াশিংটন স্টেটের ক্রীড়া বিভাগ তাদের সকল কর্মকর্তাকে ভ্যাকসিন গ্রহণ করে সেই রিপোর্ট জমা দিতে বলেছে। ৪২ বছর বয়সী কোচ রোলোভিচ ভ্যাকসিন না নেওয়ার কোন যথাযথ কারণ কর্তৃপক্ষকে জানায়নি।

এ সম্পর্কে রোলোভিচ সংবাদমাধ্যমকে জানান, ব্যক্তিগত কিছু কারণে তিনি এ মুহূর্তে ভ্যাক্সিন নিতে চাচ্ছেন না। এছাড়াও ভ্যাকসিন না নেওয়ার কারণ সম্পর্কেও তথ্য জানাতে অপরাগতা প্রকাশ করেছেন তিনি।

তিনি জানান, তার অবস্থান ভ্যাকসিন বিপক্ষে না। আমরা প্রতিদিন টেস্ট করাচ্ছি, গত দুই সপ্তাহে আমাদের কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি।

সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে নিক রোলোভিচ জানান, আমি ব্যক্তিগত কারণেই ভ্যাকসিন গ্রহণ করছি না।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

না ফেরার দেশে লঙ্কার প্রথম টেস্ট অধিনায়ক

না ফেরার দেশে লঙ্কার প্রথম টেস্ট অধিনায়ক

দড়ি দিয়ে বাঁধার পর অনুভূতি জানালেন কোহলি

দড়ি দিয়ে বাঁধার পর অনুভূতি জানালেন কোহলি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকস ও সাঁতার বাধ্যতামূলক

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকস ও সাঁতার বাধ্যতামূলক

দেশের জিমনাস্টিককে বিশ্বমানে দেখতে চান ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশের জিমনাস্টিককে বিশ্বমানে দেখতে চান ক্রীড়া প্রতিমন্ত্রী