ই-কমার্স ব্যবসায় সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩০ পিএম, ২২ জানুয়ারি ২০২২
ই-কমার্স ব্যবসায় সাকিব

আবেদন প্রক্রিয়ায় ত্রুটি থাকায় পিপুলস ব্যাংকের পরিচালক হতে পারেননি দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। তবে ক্রিকেট খেলার পাশাপাশি ব্যবসায়ী সাকিব বসে নেই। এবার তিনি নাম লেখালেন ই-কমার্স ব্যবসায়।

শুক্রবার (২১ জানুয়ারি) দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ‘মোনার্ক মার্ট’ নামে একটি ই-কমার্স প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছেন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন সাকিব।

সম্প্রতি গ্রাহকের অর্থ লোপাট আর পণ্য না দিয়ে সময়ক্ষেপণ করে নানা ঝামেলায় অধিকাংশ ই-কমার্স প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। সরকারের পক্ষ থেকেও বেশ কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানের বিপক্ষে ব্যবস্থা নেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে সাকিবের নতুন এ উদ্যোগ কতটা সফলতার মুখ দেখবে তা নিয়ে শুরু হয়েছে নানা বিশ্লেষণ।

যদিও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ক্রেতারা ঝামেলাহীন কেনাকাটার সুধিবা দেবে মোনার্ক মার্ট। ভোক্তাদের চাহিদা পূরণ করতে কিছু উদ্ভাবনী সেবা নিয়ে আসছে তারা। ক্রেতাদের সহজ ও ঝামেলাহীন অনলাইন কেনাকাটা এবং দ্রুততম সময়ে পণ্য পৌঁছানো নিশ্চিত করবে মোনার্ক মার্ট। ফলে দেশের ক্রমবর্ধমান ই-কমার্স ইন্ডাস্ট্রিতে নতুন মাত্রা যুক্ত হবে বলে।

সাকিব আল হাসান ক্রিকেটের বাইরেও রেস্টুরেন্ট ও খামারসহ একাধিক ব্যবসার সঙ্গে জড়িত আছেন। সেই ধারাবাহিকতায় এবার ই-কমার্স ব্যবসায় নামলেন তিনি। এছাড়া বাংলাদেশে জনপ্রিয় আরও একটি বিদেশি ই-কমার্স প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করছেন সাকিব আল হাসান।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আইসিসি থেকে স্বীকৃতি পেলে তো ভালোই লাগে : সাকিব

আইসিসি থেকে স্বীকৃতি পেলে তো ভালোই লাগে : সাকিব

আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে সাকিব-মোস্তাফিজ-মুশফিক

আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে সাকিব-মোস্তাফিজ-মুশফিক

আমরা চার-পাঁচজন ছাড়া খেলোয়াড় নেই, ভুল প্রমাণ হলো: সাকিব

আমরা চার-পাঁচজন ছাড়া খেলোয়াড় নেই, ভুল প্রমাণ হলো: সাকিব

সাকিবের বেস্ট খেলোয়াড় হয়ে লাভ কী, না খেললে: বিসিবি সভাপতি

সাকিবের বেস্ট খেলোয়াড় হয়ে লাভ কী, না খেললে: বিসিবি সভাপতি