আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে সাকিব-মোস্তাফিজ-মুশফিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩৮ পিএম, ২০ জানুয়ারি ২০২২
আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে সাকিব-মোস্তাফিজ-মুশফিক

ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের পর ওয়ানডের বর্ষসেরা দলের তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ঘোষিত দলে জায়গা পেয়েছেন তিন বাংলাদেশের তিন ক্রিকেটার। অলরাউন্ডার সাকিব আল হাসানের পাশাপাশি জায়গা পেয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান এবং মুশফিকুর রহিম।

এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে ফিরেছিলেন সাকিব আল হাসান। প্রত্যাবর্তন সিরিজে ব্যাট হাতে ভালো কিছু করতে না পারলেও বল হাতে দারুণ ছিলেন সাকিব। পুরো বছরে ব্যাট হাতে দুই হাফ সেঞ্চুরিতে করেছেন ২৭৭ রান। বল হাতে শিকার করেছেন ১৭ উইকেট।

ওয়ানডে ক্রিকেটে বরাবরই দূর্দান্ত ছিলেন মুশফিকুর রহিম। ২০২১ সালে ৯ ম্যাচে খেলা উইকেটরক্ষক ব্যাটার ৫৮.১৪ গড়ে করেছেন ৪০৭ রান। এছাড়াও শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সেঞ্চুরি করে সিরিজ সেরা নির্বাচিত হয়েছিলেন। আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে একমাত্র উইকেটরক্ষক ব্যাটার হিসেবে জায়গা পেয়েছেন মুশফিক।

সাকিব-মুশফিক ছাড়াও জায়গা পেয়েছেন মোস্তাফিজুর রহমান। পুরো বছরে ১০ ম্যাচ খেলেছেন তিনি। এ সময়ে ৫.০৩ ইকোনমিতে শিকার করেছেন ১৮ উইকেট।

আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে সর্বোচ্চ তিনজন ক্রিকেটার একাদশে জায়গা পেয়েছেন তিনি। তবে ভারতের কোনো ক্রিকেটার আইসিসির বর্ষসেরা একাদশে সুযোগ পাননি।

শ্রীলঙ্কা থেকে সুযোগ পেয়েছেন পেসার দুশমন্থ চামিরা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা। এছাড়াও পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকা থেকে দুইজন করে ক্রিকেটার একাদশে সুযোগ পেয়েছেন।

বর্ষসেরা ওয়ানডে দল
পল স্টার্লি, জানেমান মালান, বাবর আজম, ফখর জামান, রাসি ভ্যান ডার ডাসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), ওয়ানিন্দু হাসারাঙ্গা, মুস্তাফিজুর রহমান, সিমি সিং এবং দুশমন্থ চামিরা।


শেয়ার করুন :


আরও পড়ুন

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ

১৭ ধাপ এগিয়ে ক্যারিয়ারের সর্বোচ্চ টেস্ট র‍্যাংকিংয়ে লিটন দাস

১৭ ধাপ এগিয়ে ক্যারিয়ারের সর্বোচ্চ টেস্ট র‍্যাংকিংয়ে লিটন দাস

এখনও বাংলাদেশ ক্রিকেটকে অনুসরণ করি : স্টিভ রোডস

এখনও বাংলাদেশ ক্রিকেটকে অনুসরণ করি : স্টিভ রোডস

আফগানিস্তান সিরিজেই আলোর মুখ দেখবে ‘বাংলা টাইগার্স’

আফগানিস্তান সিরিজেই আলোর মুখ দেখবে ‘বাংলা টাইগার্স’