শ্যুটিংয়ে বাংলাদেশের দলগত সাফল্য

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৬ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২২
শ্যুটিংয়ে বাংলাদেশের দলগত সাফল্য

ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হচ্ছে আইএসএফ গ্রাঁ প্রি শ্যুটিং প্রতিযোগীতা। প্রতিযোগীতায় মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সাফল্য এনে দিয়েছিলেন নাফিসা তাবাসসুম। এরই ধারাবাহিকতায় মিশ্র ইভেন্টেও এসেছে সাফল্য।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) মোহাম্মদ ইউসুফ আলি ও নাফিসা তাবাসসুম জুটি ১০ মিটার এয়ার রাইফেলে জিতেছেন ব্রোঞ্জ পদক। এর আগে বৃহস্পতিবার নারীদের একই ইভেন্টে জিতেছিলেন ব্রোঞ্জ পদক।

এদিকে বাংলাদেশ দুই পদক জিতলেও হতাশ করেছেন শ্যুটার শাকিল, শোভন চৌধুরি এবং রাব্বি হোসেন মুন্না। 

১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ইউসুফ এবং নাফিসা ছাড়াও আরও একটি জুটি অংশ নিয়েছিল। মুন্না এবং আতকিয়া জুটি হতাশ করেছে দেশের ক্রীড়া প্রেমীদের।

শনিবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশ দল দলগত ইভেন্টে অংশ নিবে। সেখানেও অপেক্ষা থাকবে পদকের।

এই টুর্নামেন্ট থেকে আন্তর্জাতিক শুটিং ফেডারেশন নতুন নিয়মে পরিচালিত করছে। সেমিফাইনাল,পদকের লড়াইয়ের পদ্ধতিতে ভিন্নতা এনেছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএল নিলামে থাকবেন না প্রীতি জিনতা

আইপিএল নিলামে থাকবেন না প্রীতি জিনতা

শ্যুটিংয়ে বাংলাদেশের হয়ে ব্রোঞ্জ জিতলেন নাফিসা

শ্যুটিংয়ে বাংলাদেশের হয়ে ব্রোঞ্জ জিতলেন নাফিসা

জাকজমকপূর্ণ আয়োজনে সুবর্ণ জয়ন্তী উদযাপন করবে আবাহনী

জাকজমকপূর্ণ আয়োজনে সুবর্ণ জয়ন্তী উদযাপন করবে আবাহনী

আর অপেক্ষা করতে পারছিলাম না, এখন ভালো লাগতেছে: সিদ্দিকুর রহমান

আর অপেক্ষা করতে পারছিলাম না, এখন ভালো লাগতেছে: সিদ্দিকুর রহমান