শ্যুটিংয়ে বাংলাদেশের হয়ে ব্রোঞ্জ জিতলেন নাফিসা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৮ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২২
শ্যুটিংয়ে বাংলাদেশের হয়ে ব্রোঞ্জ জিতলেন নাফিসা

ইন্দোনেশিয়ার আইএসএসএফ গ্রাঁ প্রি’র  এবারের আসরের বাংলাদেশের হয়ে প্রথম পদক জিতেছেন নাফিসা তাবাসসুম। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জিতেছেন তিনি। ছেলেদের একই বিভাগে পদক জিততে ব্যর্থ হয়েছেন শোভন চৌধুরি এবং রাব্বী হাসান মুন্না।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ইন্দোনেশিয়ার জাকার্তায় ১০ মিটার এয়ার রাইফেলের বাছাই পর্বে ৬২৩.২ স্কোর করে চতুর্থ হয়ে আটজনের সেমিফাইনালে ওঠেন নাফিসা। চারজনের প্রথম সেমি-ফাইনালে দ্বিতীয় সেরা হয়ে জায়গা করে নেন। 

দ্বিতীয় সেমিফাইনালে চারজনের মধ্যে তৃতীয় হয়ে ব্রোঞ্জ জেতেন তিনি। দ্বিতীয় হতে পারলে স্বর্ণ কিংবা রৌপ্য পদক জয়ের লড়াইয়ে থাকতে পারতেন নাফিসা।

মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে স্বর্ণপদক জিতেছেন রোমানিয়ার লুরা জর্জিটা ইলি এবং রৌপ্য পদক জিতেছেন ভারতের খাইরুন্নিসা সালসাবেলা।

মেয়েদের বিভাগে পদক আসলেও ছেলেদের বিভাগে হতাশ করেছেন শোভন চৌধুরি এবং রাব্বি হোসেন মুন্না। প্রথম সেমিফাইনালে তৃতীয় হন শোভন এবং দ্বিতীয় সেমিফাইনালে চতুর্থ হন রাব্বি। তাই তাদের আর কোনো পদক জেতা হয়নি।

এবারের টুর্নামেন্টে অংশ নেননি দেশের অন্যতম সেরা শ্যুটার আব্দুল্লাহ হেল বাকি। তার অনুপস্থিতিতে রাব্বি আর শোভনকে ঘিরেই প্রত্যাশা ছিল বাংলাদেশের। তবে তা পূর্ণ করতে পারেননি তারা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

জাকজমকপূর্ণ আয়োজনে সুবর্ণ জয়ন্তী উদযাপন করবে আবাহনী

জাকজমকপূর্ণ আয়োজনে সুবর্ণ জয়ন্তী উদযাপন করবে আবাহনী

আর অপেক্ষা করতে পারছিলাম না, এখন ভালো লাগতেছে: সিদ্দিকুর রহমান

আর অপেক্ষা করতে পারছিলাম না, এখন ভালো লাগতেছে: সিদ্দিকুর রহমান

ই-কমার্স ব্যবসায় সাকিব

ই-কমার্স ব্যবসায় সাকিব

রাণীর বার্তা নিয়ে বাংলাদেশে ‘কুইন্স ব্যাটন’

রাণীর বার্তা নিয়ে বাংলাদেশে ‘কুইন্স ব্যাটন’