এইচএসসি পাস করলেন নীলা ও মার্জিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৫ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২২
এইচএসসি পাস করলেন নীলা ও মার্জিয়া

ছবি : বাফুফে

২০২১ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী এলিট ট্রেনিং ক্যাম্পের দুই ফুটবলার। কৃতকার্য হওয়া দুইজন হলেন- নিলুফা ইয়াসমীন নীলা ও মার্জিয়া আক্তার।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ফুটবর ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়, নিলুফা ইয়াসমীন নীলা যশোর বোর্ড থেকে বাণিজ্য বিভাগ থেকে জিপিএ ৪.৭৫ পয়েন্ট পেয়ে এবং মার্জিয়া আক্তার ময়মনসিংহ বোর্ড থেকে জিপিএ ৩.২৫ পয়েন্ট পেয়ে পাস করেছেন।

বেশ কয়েক বছর ধরে সাফের বিভিন্ন বয়সভিত্তিক টুর্নামেন্টে লাল-সবুজের মেয়েরা সাফল্যের ধারাবাহিকতায় সবাইকে চমক দিয়ে আসছেন। তারা যে শুধু খেলায় পারদর্শী তা নয়, খেলার পাশাপাশি পড়াশোনাতেও চ্যাম্পিয়ন হওয়ার প্রমাণ দিলেন।

নিলুফা ইয়াসমীন নীলা ও মার্জিয়া আক্তারের পাসের খবরে নারী ফুটবলারদের মাঝে বইয়ে খুশির আমেজ। নারী দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন মজা করেই জানিয়েছেন, নারীরা খেলায় যেমন পারদর্শী, লেখাপড়াতেও তেমন। নারী ফুটবলে শতভাগ পাস করেছে।

তিনি বলেন, ‘আমাদের নারী ফুটবল দলে পাসের হার শতভাগ। দু’জনই খেলার পাশাপাশি পড়াশোনাও করেছে। এ জন্য খুব আনন্দিত।”

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার মোট পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। এর মধ্যে এইচএসসিতে ৯৫ দশমিক ৫৭ শতাংশ এবং ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলে সার্বিক পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতকে ‘ধইরা দিয়ে’ চ্যাম্পিয়ন বাংলাদেশ

ভারতকে ‘ধইরা দিয়ে’ চ্যাম্পিয়ন বাংলাদেশ

দীর্ঘ দিন না খেলেও র‍্যাংকিং ধরে রেখেছে নারী ফুটবলাররা

দীর্ঘ দিন না খেলেও র‍্যাংকিং ধরে রেখেছে নারী ফুটবলাররা

টঙ্গী থেকে সরে সেই বসুন্ধরা কিংসেই ফিরছে বাফুফে

টঙ্গী থেকে সরে সেই বসুন্ধরা কিংসেই ফিরছে বাফুফে

বাংলাদেশ ফুটবলের নতুন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা

বাংলাদেশ ফুটবলের নতুন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা