সর্বজনের ভালোবাসায় শেন ওয়ার্নের শেষ বিদায়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১৪ পিএম, ২০ মার্চ ২০২২
সর্বজনের ভালোবাসায় শেন ওয়ার্নের শেষ বিদায়

শেষবারের মতো সর্বজনের ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্ন। অজি কিংবদন্তিকে শেষ বিদায় জানাতে মেলবোর্নে তার পরিবারের সদস্যরা সহ উপস্থিত হয়েছিলেন প্রায় ৮০ জন কাছের মানুষ। এদের মধ্যে ছিলেন অস্ট্রেলিয়ার কয়েকজন কিংবদন্তি ক্রিকেটারও।

লেগ-স্পিন জাদুকরের শেষকৃত্যে পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্নের তিন সন্তান ছেলে জ্যাকসন ওয়ার্ন, মেয়ে ব্রুক ওয়ার্ন ও সামার ওয়ার্ন। ছেলেকে শেষবারের মতো দেখতে এসেছিলেন ওয়ার্নের বাবা কিথ ও মা ব্রিগেট।

অস্ট্রেলিয়ার ক্রিকেটে চির উজ্জ্বল নক্ষত্রকে শেষবারের মতো বিদায় দিতে এসেছিলেন সতীর্থ ও কাছের বন্ধু মাইকেল ক্লার্ক। আরও এসেছিলেন সাবেক টেস্ট অধিনায়ক মার্ক টেলর, অ্যালান বর্ডার সহ কাছের বন্ধুরা।

ইংল্যান্ড থেকে উড়ে এসেছিলেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। বাদ যাননি বোলিং গ্রেট মার্ভ হিউজ ও গ্লেন ম্যাকগ্রা। দীর্ঘদিনের সতীর্থকে বিদায় দিতে উপস্থিত ছিলেন মার্ক ওয়াহ এবং ইয়ান হিলিও।

sportsmail24.শ্যাম্পেইন তুলে ওয়ার্নকে সম্মান জানানো হচ্ছে

শেষকৃত্য অনুষ্ঠানের শুরুটা করেন ওয়ার্নের ঘনিষ্ঠ বন্ধু এবং টেলিভিশন ব্যক্তিত্ব এডি ম্যাকগুয়ার। এরপর ওয়ার্নের কফিন গাড়িতে করে সেন্ট কিল্ডা ফুটবল গ্রাউন্ডের চারপাশে প্রদিক্ষণ করানো হয়।

তখন বিউগলের শব্দের সাথে বাজতে থাকে বিল মেডলি এবং জেনিফার ওয়ার্নসের ‘দ্য টাইম অফ মাই লাইফ’। এরপর বাবার কফিনে শেষবারের মতো চুমো খান ওয়ার্নের ছেলে জ্যাকসন ও মেয়ে সামার।

ওয়ার্নের স্মরণে ৩০ মার্চ রাষ্ট্রীয় শোকসভা অনুষ্ঠিত হবে। যেখানে জনসাধারণ তাদের নায়ককে শ্রদ্ধা জানাতে পারবেন। ওয়ার্নের সম্মানে কিল্ডা গ্রাউন্ডের গ্রেট সাউদার্ন স্ট্যান্ডের নামকরণ করা হবে ‘ওয়ার্ন স্ট্যান্ড’।

চলতি বছরের ৪ মার্চ থাইল্যান্ডের থাই রিসর্ট কোহ সামুই দ্বীপে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ওয়ার্ন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল মাত্র ৫২। তার মৃত্যুর খবরে মুহূর্তেই বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে আসে।

অস্ট্রেলিয়ার হয়ে স্মরণীয় এক ক্রিকেট অধ্যায় শেন ওয়ার্নের। টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ওয়ার্ন। টেস্ট ক্যারিয়ারে ১৪৫ ম্যাচ খেলে ৭০৬ উইকেট শিকার করেছিলেন তিনি। এছাড়াও ওয়ানডেতে ১৯৪ ম্যাচে তার শিকার ছিল ২৯৩ উইকেট।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

শেন ওয়ার্নের শেষকৃত্য, পেছালো দ্য হানড্রেডের প্লেয়ার ড্রাফট

শেন ওয়ার্নের শেষকৃত্য, পেছালো দ্য হানড্রেডের প্লেয়ার ড্রাফট

মৃত্যুর আগে শেন ওয়ার্নের ‘কক্ষে’ ছিলেন চার নারী

মৃত্যুর আগে শেন ওয়ার্নের ‘কক্ষে’ ছিলেন চার নারী

শেন ওয়ার্নকে নিয়ে মন্তব্য করে ‘ক্ষমা’ চাইলেন গাভাস্কার

শেন ওয়ার্নকে নিয়ে মন্তব্য করে ‘ক্ষমা’ চাইলেন গাভাস্কার

শেন ওয়ার্ন : সোনালী চুলের ‘রহস্যময়’ ঘূর্ণি জাদুকর

শেন ওয়ার্ন : সোনালী চুলের ‘রহস্যময়’ ঘূর্ণি জাদুকর