সিলেটে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪২ পিএম, ১৭ মার্চ ২০২৩
সিলেটে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

মহান স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী আজ শুক্রবার, ১৭ মার্চ। ১৯২০ সালের আজকের দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

সারা দেশে আগের বছরগুলোর ধারাবাহিকতায় আজও জাতির পিতার জন্মদিনকে রাষ্ট্রীয় মর্যাদায় ‘জাতীয় শিশু দিবস’ হিসেবে উদযাপিত হচ্ছে। দেশজুড়ে পালিত হচ্ছে শেখ মুজিবুর রহমানের জন্মদিন। এতে বাদ যাননি জাতীয় দলের ক্রিকেটাররাও।

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল বর্তমানে সিলেটে রয়েছে। শনিবার (১৮ মার্চ) থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের আগে শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ।

অনুশীলন শেষে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করেন দলের ক্রিকেটার ও স্টাফরা। কেকে বঙ্গবন্ধুর ছবি দিয়ে লিখা ছিল, ‘জাতি আজ স্মরণ করছে তোমায় বিনম্র শ্রদ্ধায়। তুমি থাকবে চির অমর হয়ে অনিঃশেষ ভালোবাসায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।’
sportsmail24

ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে বাংলাওয়াশ করার পর আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। সিলেটে প্রথমে তিন ম্যাচে ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। এরপর ঢাকায় অনুষ্ঠিত হবে একমাত্র টেস্ট ম্যাচ।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে দলে রনি তালুকদার

টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে দলে রনি তালুকদার

আয়ারল্যান্ডের কাছে হারলো বিসিবি একাদশ, একমাত্র লড়লেন সৌম্য

আয়ারল্যান্ডের কাছে হারলো বিসিবি একাদশ, একমাত্র লড়লেন সৌম্য

২২ ধাপ এগিয়েছেন শান্ত, লিটনের অগ্রগতি ১২ ধাপ

২২ ধাপ এগিয়েছেন শান্ত, লিটনের অগ্রগতি ১২ ধাপ

একমঞ্চে সাকিব ও হিরো আলম

একমঞ্চে সাকিব ও হিরো আলম