করোনায় রিয়াল মাদ্রিদের আরেক সদস্যের প্রাণহানি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৫ পিএম, ০৯ মে ২০২০
করোনায় রিয়াল মাদ্রিদের আরেক সদস্যের প্রাণহানি

প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন স্পেনীয় পেশাদার ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের সাবেক সহ-সভাপতি অ্যামাডোর সুয়ারেজ ভিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

৪০ দিন করোনাভাইরাসের সাথে লড়াই করে হার মানেন ভিয়া। ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের সহ-সভাপতি ছিলেন অ্যামাডোর। এ সময় ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন র‌্যামন কালদেরন।

এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২১ মার্চ মারা যান রিয়াল মাদ্রিদেরই সাবেক সভাপতি লরেঞ্জো স্যাঞ্জ। মৃত্যুকালে তার বয়সও হয়েছিল ৭৬ বছর।

স্পেনে এখন পর্যন্ত ২ লাখ ৬০ হাজার ১১৭ জন করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন ৭৮ হাজার ৬১৬ জন। আর চিকিৎসা গ্রহণের পর ভালো হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৪০৮ জন। এছাড়া দেশটিতে নতুন আক্রান্তের সংখ্যা কমে গেছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ফুটবলের মতো সেনাবাহিনীতেও সেরা মিন

ফুটবলের মতো সেনাবাহিনীতেও সেরা মিন

বায়ার্নের সহকারী কোচ হলেন বিশ্বকাপ রেকর্ডধারী ক্লোসা

বায়ার্নের সহকারী কোচ হলেন বিশ্বকাপ রেকর্ডধারী ক্লোসা

বাতিল স্পেনের নারী লিগ, চ্যাম্পিয়ন বার্সেলোনা

বাতিল স্পেনের নারী লিগ, চ্যাম্পিয়ন বার্সেলোনা

ফ্রেঞ্চ লিগে গোল্ডেন বুট জিতলেন এমবাপে

ফ্রেঞ্চ লিগে গোল্ডেন বুট জিতলেন এমবাপে