নিলামে সাকিবের আরও একটি ব্যাট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৯ পিএম, ১১ মে ২০২০
নিলামে সাকিবের আরও একটি ব্যাট

ফাইল ছবি

করোনাভাইরাসে অসহায়দের পাশে দাঁড়াতে নিজের আরও একটি ব্যাট নিলামে তুললেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। কিছুদিন আগে বিশ্বকাপ মাতানো নিজের প্রিয় ব্যাটটিও নিলামে তুলেছিলেন তিনি। প্রথম নিলামের ব্যাটটি দিয়ে প্রায় ১৫০০ রান করেছিলেন টাইগার অলরাউন্ডার।

তবে এবারের এই ব্যাটের বিশেষত্ব হল এতে ১৫ জনেরও বেশি বাংলাদেশি ক্রিকেটারের স্বাক্ষর রয়েছে। এরইমাঝে শুরু হয়েছে সেই ১৫ জনেরও বেশি বাংলাদেশি ক্রিকেটারের স্বাক্ষরিত ব্যাটের নিলাম কার্যক্রম, যা চলবে আজ (১১ মে) রাত ১১টা পর্যন্ত।

নিলামে এর আগে বিক্রি হওয়া প্রথম ব্যাটটির ভিত্তিমূল্য ৫ লাখ টাকা রাখলেও এবারের ব্যাটটির ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯ হাজার ৯৯৯ টাকা। অর্থাৎ ১ লাখ টাকার চেয়ে ১ টাকা কম রাখা হয়েছে এই ব্যাটের ভিত্তিমূল্য।

রোববার (১০ মে) বাংলাদেশ সময় রাত সোয়া দশটার দিকে ব্যাটটির নিলাম শুরু হয়েছে। এই ব্যাটে রয়েছে মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, শুভাশীষ রায়, শুভাগত হোম, রুবেল হোসেনসহ আরও কয়েকজন ক্রিকেটারের স্বাক্ষর।

ফেসবুক পেজ অকশন ফর একশনে চলছে নিলাম কার্যক্রম। এর আগে সাকিবের বিশ্বকাপ ব্যাটের নিলামও সম্পন্ন করে তারা। ৫ লাখ টাকা ভিত্তিমূল্যের সেই ব্যাটটি রাজ নামের এক যুক্তরাষ্ট্র প্রবাসী কিনে নিয়েছিলেন ২০ লাখ টাকায়। অকশন ফর অ্যাকশনের পক্ষ থেকে নিলামে তোলা প্রত্যেকটি স্মারক বিক্রির অর্থ করোনাভাইরাস মোকাবিলায় অসহায়দের সাহায্য করার কাজে খরচ করা হবে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বেলিমকে নিয়ে ভুল তথ্য দেওয়ায় তামিমের দুঃখ প্রকাশ

বেলিমকে নিয়ে ভুল তথ্য দেওয়ায় তামিমের দুঃখ প্রকাশ

১৬শ ক্রিকেটারকে এককালীন আর্থিক সহায়তা দেবে বিসিবি

১৬শ ক্রিকেটারকে এককালীন আর্থিক সহায়তা দেবে বিসিবি

এবার ক্রীড়া সাংবাদিকদের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী

এবার ক্রীড়া সাংবাদিকদের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী

বিজয়-ফারিয়ার রাজ্যে কন্যা সন্তান

বিজয়-ফারিয়ার রাজ্যে কন্যা সন্তান