ইউএস ওপেনের আগে মন্ট্রিল থেকে সরে দাঁড়ালেন নাদাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১৪ পিএম, ০৫ আগস্ট ২০২২
ইউএস ওপেনের আগে মন্ট্রিল থেকে সরে দাঁড়ালেন নাদাল

উইম্বলডনেরর সেমি-ফাইনাল নিক কিরগিয়াসের বিপক্ষে ম্যাচে মাঠে নামার আগেই নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন রাফায়েল নাদাল। সেই ইনজুরিমুক্ত হয়ে ইউএস ওপেনের আগে অনুশীলনও শুরু করেছিলেন। অনুশীলন শুরুর পরও ইউএস ওপেনের আগে মন্ট্রিলে এটিপি ১০০০ এ খেলতে পারবেন না নাদাল।

শুক্রবার (৫ আগস্ট) মন্ট্রিলে এটিপি ১০০০ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন এই স্প্যানিয়ার্ড। জানিয়েছেন, ইনজুরি থেকে পরিপূর্ণ সুস্থ হয়ে না উঠায় এবারে আসরে খেলবেন না তিনি।

“আমি ইনজুরিমুক্ত হয়ে অনুশীলন শুরু করেছিলাম। চারদিন সার্ভ ছাড়া অনুশীলন করেছি। গতকালকেও আমার নিয়মিত অনুশীলন করেছি। এরপর থেকেই কিছুটা অস্বস্তিতে আছি। তাই মন্ট্রিলে খেলবো না।”- বলেন নাদাল।

তিনি আরও বলেন, “ইনজুরি মুক্ত না হওয়ায় চিকিৎসকের পরামর্শ নিয়েই এই সিদ্ধান্ত নিয়েছি। ইউএস ওপেনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।”

রাফায়েল নাদালের পাশাপাশি এই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন সর্বশেষ উইম্বলডনজয়ী নোভাক জোকোভিচ। কানাডায় ঢুকতে হলে কোভিড ভ্যাকসিন নেওয়া বাধ্যতামুলক। সেই নিয়ম পূর্ণ করতে না পারায় মন্ট্রিলে খেলবেন না তিনি।

এদিকে এই দুই তারকা সরে যাওয়ার সময়ই খবর এসেছে মন্ট্রিলে খেলবেন অ্যান্ডি মারে। ওয়াইল্ড কার্ড নিয়ে টুর্নামেন্টে খেলবেন তিনি।

মন্ট্রিলে নাদালের না খেলার বিষয়টি সমর্থকদের জন্য হতাশাজনকই বটে। ইউএস ওপেনে তার থাকা নিয়েও শঙ্কা ক্রমেই বেড়ে চলেছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

লেভার কাপে একই দলে ফেদেরার-নাদাল-জোকোভিচ

লেভার কাপে একই দলে ফেদেরার-নাদাল-জোকোভিচ

ইউএস ওপেনের প্রাথমিক তালিকায় জোকোভিচ!

ইউএস ওপেনের প্রাথমিক তালিকায় জোকোভিচ!

দুই যুগের বেশি সময় পর র‍্যাঙ্কিংয়ে জায়গা হারালেন ফেদেরার

দুই যুগের বেশি সময় পর র‍্যাঙ্কিংয়ে জায়গা হারালেন ফেদেরার

দারুণ প্রত্যাবর্তনে এলেনা রিবাকিনার প্রথম গ্র্যান্ড স্লাম

দারুণ প্রত্যাবর্তনে এলেনা রিবাকিনার প্রথম গ্র্যান্ড স্লাম