বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে তারকা বহুল দল মিনিস্টার ঢাকা। দল ছিটকে গেলেও ভালোবাসার খেলা থেকে দূরে থাকতে পারেননি টাইগার ওপেনার তামিম ইকবাল। মাইক্রফোন হাতে ধরা দিলেন নতুন রূপে।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) আসরের এলিমেটর পর্বে খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যাচচলাকালে হঠাৎই মাইক্রফোন থাকে ধারাভাষ্য দেওয়া শুরু করেন তামিম ইকবাল। কমেন্ট্রি বক্সে তামিমের উপস্থিতি টিভি ক্যামেরাম্যানও মিস করেননি। ধারাভাষ্য তামিমকে টিভিতেও সরাসরি দেখানো হয়।
টস হেরে প্রথমে ব্যাট করে ১৮৯ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল চট্টগ্রাম। ১৯০ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করছিল খুলনা টাইগার্স। খুলনার ইনিংসের পাওয়ার প্লে শেষে টিভি ক্যামেরা ধরা হয় ধারাভাষ্য কক্ষের দিকে। টিভিতে দেখানো হয় মাইক্রফোন হাতে ধারাভাষ্য দিচ্ছেন তামিম ইকবাল।
ধারাভাষ্য দেওয়ার সময় নিজের ব্যাটিং নিয়েও কথা বলেন তামিম। পাশাপাশি মাঠে ব্যাট করতে থাকা মুশফিকুর রহিমকে নিয়েও কথা বলেন এই টাইগার ওপেনার। প্রায় ৬ ওভারের মতো ধারাভাষ্য দেন তামিম। এরপর কথা বলা শুরু করেন আতহার আলি খান।
দলের খেলা না থাকায় ধারাভাষ্যকার হওয়া তামিম কিছুক্ষণ পরেই চলে আসেন প্রেসবক্সে। বিপিএল শেষে আফগানিস্তানের সাথে শুরু হবে টাইগারদের ব্যাট-বলের লড়াই। সেটা নিয়েই প্রেসবক্সে উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]