চতুর্থবারের মতো বিপিএল সেরা সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪০ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২২
চতুর্থবারের মতো বিপিএল সেরা সাকিব

বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসরের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ব্যাট কিংবা বল কোনোভাবেই অবদান রাখতে পারেননি অলরাউন্ডার সাকিব আল হাসান। তারই পারফর্মেন্সের প্রতিচ্ছবি হয়েছিল ফরচুন বরিশাল। শেষ পর্যন্ত শিরোপা হাতছাড়া করেছে। তবে শিরোপা হাতছাড়া করলেও রেকর্ড চতুর্থবারের মতো টুর্নামেন্ট সেরা পুরষ্কার নিজের করে নিয়েছেন সাকিব আল হাসান।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হয়েছিল ফরচুন বরিশাল এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এ ম্যাচে বল হাতে ৩০ রান দিয়ে শিকার করেছিলেন এক উইকেট।

এছাড়াও ব্যাট হাতে দলের গুরুত্বপূর্ণ সময়ে ৭ বলে মাত্র ৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন সাকিব। ফাইনালে জ্বলে উঠতে না পারলেও টুর্নামেন্টে টানা পাঁচ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন তিনি। তাই তার হাতেই টুর্নামেন্ট সেরার পুরষ্কার উঠবে এটাই ছিল স্বাভাবিক। হয়েছেও তাই।

বিপিএলের অষ্টম আসরে ১১ ম্যাচে ২৮ দশমিক ৪০ গড়ে ১৪৪.১৬ স্ট্রাইক রেটে করেছিলেন ২৮৪ রান। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় ষষ্ঠ স্থানে ছিলেন তিনি। এছাড়াও বল হাতে ১৪ দশমিক ৫৬ গড়ে শিকার করেছিলেন ১৬ উইকেট। এখানে তার অবস্থান ছিল তৃতীয়।

এর আগে বিপিএলের প্রথম দুই আসরে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন সাকিব আল হাসান। এছাড়াও ২০১৯ আসরের টুর্নামেন্টসেরা ছিলেন তিনি। বিপিএলে সাকিবের চেয়ে বেশিবার টুর্নামেন্ট সেরা পুরষ্কার বাগিয়ে নিতে পারেননি।

বিপিএলের ম্যান অব দ্য টুর্নামেন্ট:

খুলনা রয়্যাল বেঙ্গলস- সাকিব আল হাসান (২৮০ রান ও ১৫ উইকেট)
ঢাকা গ্ল্যাডিয়েটর্স- সাকিব আল হাসান (৩২৯ রান ও ১৫ উইকেট)
কুমিল্লা ভিক্টোরিয়ান্স- আসহার জাইদি (২১৫ রান ও ১৭ উইকেট)
খুলনা টাইটান্স- মাহমুদউল্লাহ রিয়াদ (৩৯৬ রান ও ১০ উইকেট)
রংপুর রাইডার্স- ক্রিস গেইল (৪৮৫ রান)
ঢাকা ডায়নামাইটস- সাকিব আল হাসান (৩০১ রান ও ২৩ উইকেট)
রাজশাহী রয়্যালস- আন্দ্রে রাসেল (২২৫ রান ও ১৪ উইকেট)
ফরচুন বরিশাল- সাকিব আল হাসান (২৮৪ রান ও ১৬ উইকেট)।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিব ‘কাণ্ডে’ ফরচুন বরিশালকে শোকজ

সাকিব ‘কাণ্ডে’ ফরচুন বরিশালকে শোকজ

উত্তেজনা ছড়ানো ফাইনালে কুমিল্লার তৃতীয় বিপিএল শিরোপা

উত্তেজনা ছড়ানো ফাইনালে কুমিল্লার তৃতীয় বিপিএল শিরোপা

‘পারফেক্ট’ হচ্ছেন সাকিব, কমবে ভুল: ফাহিম

‘পারফেক্ট’ হচ্ছেন সাকিব, কমবে ভুল: ফাহিম

স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভুল সংশোধন করলেন মৃত্যুঞ্জয়

স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভুল সংশোধন করলেন মৃত্যুঞ্জয়