টস ভাগ্যে ওয়ার্নারের কাছে সাকিবের হার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৮ পিএম, ১৮ জানুয়ারি ২০১৯
টস ভাগ্যে ওয়ার্নারের কাছে সাকিবের হার

ছবি : বিসিবি

সিলেট পর্বে একদিন বিরতি দিয়ে আবারও শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেটের ম্যাচ। শুক্রবার (১৮ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে টস ভাগ্যে ডেভিড ওয়ার্নারের সিলেট সিক্সার্সের কাছে সাকিবের ঢাকা ডায়নামাইটস হেরেছে। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সিলেট সিক্সার্সের অধিনায়ক ওয়ার্নার।

সিলেটের জন্য ম্যাচটি প্রতিশোধের। কারণ, ঢাকা পর্বে স্বাগতিকদের মুখোমুখি হয়েছিল সিলেট। ওই ম্যাচটি ৩২ রানে জিতেছিল ঢাকা। সিলেট পর্বে খেলতে আসার আগে ৩ ম্যাচে ১ জয় ও ২ হারে ২ পয়েন্ট সংগ্রহে রাখতে পেরেছিল স্বাগতিকরা। নিজ মাঠে ইতোমধ্যে ২টি ম্যাচ খেলেছে সিলেট। খুলনা টাইটান্সের কাছে ২৫ রানে হারলেও বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের বিপক্ষে ২৭ রানে জয় তুলে নেয় সিলেট। তাই আত্মবিশ্বাসী হয়েই শক্তিশালী ঢাকার বিপক্ষে খেলতে নামবে সিলেট।

এদিকে ঢাকার আত্মবিশ্বাসে কিছুটা হলেও চিড় ধরেছে -এটি বলাই যায়। টানা চার ম্যাচ জয়ের পর হারের লজ্জা পেয়েছে সাকিবের ঢাকা। সিলেটে গিয়ে জয়রথ থেমে গেছে ঢাকার। রাজশাহী কিংসের কাছে ২০ রানে হারে তারা।

ঢাকা ডায়নামাইটস একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান, রুবেল হোসেন, রনি তালুকদার, মিজানুর রহমান, মোহাম্মদ নাইম, আন্দ্রে রাসেল, সুনিল নারাইন, আল ইসলাম, এন্ড্রু বিরচ, ডারউইচ রাসোলি।

সিলেট সিক্সার্স একাদশ : ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), লিটন কুমার দাস, সাব্বির রহমান, আফিফ হোসেন, অলক কাপালি, সন্দ্বীপ লামিচানে, আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ, নিকোলাস পুরান, জাকের আলী ও মোহাম্মদ ইরফান।


শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএল ২০১৯ : মোট ৪৬ ম্যাচের সংবাদ এক সাথে

বিপিএল ২০১৯ : মোট ৪৬ ম্যাচের সংবাদ এক সাথে

ওয়ার্নারকে হারিয়ে জেসন রয়কে আনছে সিলেট সিক্সার্স

ওয়ার্নারকে হারিয়ে জেসন রয়কে আনছে সিলেট সিক্সার্স

বিপিএলে চমক দেখাতে পারেন বাংলাদেশি ‘আফ্রিদি’

বিপিএলে চমক দেখাতে পারেন বাংলাদেশি ‘আফ্রিদি’

স্মিথের পর ওয়ার্নারও ফিরে যাচ্ছেন

স্মিথের পর ওয়ার্নারও ফিরে যাচ্ছেন