স্থানীয় তরুণদের দিকেই তাকিয়ে রাজশাহী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০১ পিএম, ২০ জানুয়ারি ২০১৯
স্থানীয় তরুণদের দিকেই তাকিয়ে রাজশাহী

ফাইল ছবি

এবারের বিপিএলে রাজশাহী কিংসের হয়ে সৌম্য-মুমিনুলরা নিজেদের তেমন মেলে ধরতে পারেনি। তবে মোস্তাফিজ ও মিরাজ দল কে আশানুরূপভাবে পারফরম্যান্স দেখানো চেষ্ট করছেন। তবুও দল স্থানীয় এই তরুণদের নিয়ে স্বপ্ন দেখছে।

অনেক দিন ধরেই বাংলাদেশ জাতীয় দলের মূল ভরসা মোস্তাফিজ। অনেক ম্যাচেই প্রায় একক নৈপুণ্যেই টাইগারদের জয় এনে দিয়েছেন। চলতি বিপিএলেও শেষ ওভারে রংপুর রাইডার্সের মাত্র ৮ রানের লক্ষ্য আটকে দিয়েছেন দুর্দান্ত বোলিং করে। তার কাছ থেকে এমন আরও পারফরম্যান্স আশা করছেন দলের অভিজ্ঞ সতীর্থ মার্শাল আইয়ুব।

সিলেট থেকে ফিরে এক দিন বিরতির পর সোমবার থেকে আবার শুরু হতে যাচ্ছে বিপিএল। প্রথম দিনে শক্তিশালী কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হচ্ছে রাজশাহী। এ ম্যাচ জয়ে মোস্তাফিজের দিকেই তাকিয়ে রয়েছেন মার্শাল, ‘আর আমি মনে করি আমাদের সেরা শক্তি হচ্ছে মোস্তাফিজ। আপনি যদি আমাদের ম্যাচ দেখেন, ও আমাদের ম্যাচ জিতিয়ে দিয়েছে। ও (মোস্তাফিজ) এবং মিরাজদের নিয়ে আমাদের বোলিং অ্যাটাক অবশ্যই ভালো। এটা আমাদের অনেক বড় দিক। মোস্তাফিজ রয়েছে, এটা আমাদের জন্য ভালো।’

তবে দলের আরেক ভরসা সৌম্য সরকার এখনও জ্বলে উঠতে পারেননি। কয়েকটি ম্যাচে ভালো শুরু পেলেও হঠাৎ আউট হয়ে উল্টো দলকে চাপে ফেলেছেন। তাই শেষ ম্যাচে তাকে ছাড়াই মাঠে নেমেছিল রাজশাহী। এমনকি মুমিনুল হকও প্রত্যাশা মেটাতে পারেননি। তবে খুব শীগগিরই এ দুই ব্যাটসম্যান ছন্দে ফিরবেন বলে আশা করছেন মার্শাল।

তিনি বলেন ‘অবশ্যই ওরা (ব্যাটসম্যানরা) ব্যক্তিগত পর্যায়ে চেষ্টা করবে, আগের ম্যাচ গুলোতে হয়তো হয়নি। পরের ম্যাচ গুলোতে বড় ইনিংস খেলবে। সৌম্য পরীক্ষিত খেলোয়াড়। নেটে ও অনেক কষ্ট করছে। আমরা আশাবাদী ও কামব্যাক করবে, ও আর মমিনুল।’

তবে সৌম্য-মুমিনুলদের বাজে পারফরম্যান্সে আগের ম্যাচে শাহরিয়ার নাফীস, মার্শালদের সুযোগ দেয় রাজশাহী। আর অভিজ্ঞদের সুযোগ লাগানোটা কাজেও লেগেছে তাদের। সিলেটে শেষ ম্যাচে উড়তে থাকা ঢাকাকে হারিয়েছে তারা। তাই আত্মবিশ্বাস বেড়েছে দারুণ। ফলে এবার শক্তিশালী কুমিল্লাকে হারিয়ে আগের ম্যাচের হারের প্রতিশোধ নিতে চায় দলটি।



শেয়ার করুন :


আরও পড়ুন

তলানীতে থাকা খুলনাকে নিয়ে তবুও আশাবাদী মালিঙ্গা

তলানীতে থাকা খুলনাকে নিয়ে তবুও আশাবাদী মালিঙ্গা

শ্বাসরুদ্ধকর জয় পেলো মাশরাফির রংপুর

শ্বাসরুদ্ধকর জয় পেলো মাশরাফির রংপুর

সিলেট থেকে ঢাকায় ফিরছে বিপিএল

সিলেট থেকে ঢাকায় ফিরছে বিপিএল

নার্ভাস তামিমের ব্যাটে ৭৩ রান

নার্ভাস তামিমের ব্যাটে ৭৩ রান