হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি মাশরাফি-সাকিব

সাইফুল ইসলাম সানী সাইফুল ইসলাম সানী প্রকাশিত: ০৬:১৮ পিএম, ২৭ জানুয়ারি ২০১৯
হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি মাশরাফি-সাকিব

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসর জমে উঠেছে। ঢাকা ও ‍সিলেট পর্বে রানের খরা দেখা দিলেও চট্টগ্রামে প্রতিটি ম্যাচ হচ্ছে শ্বাসরুদ্ধকর। সোমবার (২৮ জানুয়ারি) তেমনি হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে মাশরাফির রংপুর রাইডার্স ও সাকিবের ঢাকা ডাইনামাইটস।

একদিন বিরতি দিয়ে চট্টগ্রামে শুরু হওয়া সোমবার দিনের দ্বিতীয় ম্যাচ হবে শেয়ানে শেয়ানে লড়াই। মাশরাফির রংপুর রাইডার্স -সাকিবের ঢাকা ডাইনামাইটসের ম্যাচটি শুরু হবে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায়।

বিপিএলে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে ঢাকা। আট ম্যাচের পাঁচটিতে জিতেছে তারা। আর রংপুর আছে তৃতীয় স্থানে। ৯ ম্যাচের পাঁচটিতে জিতেছে তারা।

দ্বিতীয় স্থানে থাকা ঢাকা পর পর হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া। শুধু তাই নয়, লম্বা সময় ধরে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা ঢাকা চিটাগংয়ের কাছে সমর্পণ করে হারাতে হয়েছে শীর্ষে থাকার মুকুট। সেদিকেও কষ্ট রয়েছে সাকিবদের।

অপরদিকে, দুর্দান্ত সময় পার করা রংপুরের লক্ষ্য থাকবে জয় তুলে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে ওঠা। ফুরফুরে মেজারে থাকা রংপুর গত ম্যাচে চিটাগংকে ৭২ রানে হারিয়েছে। শুধু তাই নয়, সেই ম্যাচে রংপুর দলীয় ২৩৯ তুলে। যা বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় রান। সেই ম্যাচে ছিল আরও চমক। টি-২০তে এক ইনিংসে দুই শতক তুলে নিয়েছে রংপুরের লেক্স হেলস ও রাইলি রুশো।

তাই সোমবার মাশরাফি-সাকিব লাড়াই হবে বাঘে-বাঘে যুদ্ধ। যা দর্শকদের হয়তো নাভিশ্বাস ফেলতে দেবে না।

অপরদিকে দিনের প্রথম খেলায় সোমবার দুপুর দেড়টায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে খুলনা টাইটান্স। খুলনা ১০ ম্যাচে ৮ হারের কারণে এবারের আসর থেকে বিদায় নিয়েছে। ৮ ম্যাচে ৫ জয় নিয়ে পয়েন্ট তালিকায় চার নম্বরে আছে কুমিল্লা। খুলনার জন্য যদিও এ ম্যাচটি নিয়ম রক্ষার্থে, তবে কুমিল্লার জন্য সেরা চারে টিকে থাকার লড়াই।

খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহর জানিয়ে দিয়েছেন, তারা টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও বাকি ম্যাচগুলোতে কোন ছাড় দেবেন না। বাকি ম্যাচগুলো জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করতে চান তারা।

ফলে বোঝাই যাচ্ছে সোমবারের কুমিল্লা ভিক্টোরিয়ান্স-খুলনা টাইটান্সের খেলা হবে সম্মান বাঁচানো বনাম সেরা চারে টিকে থাকার লড়াই। এ ম্যাচটিও হতে পারে শ্বাসরুদ্ধকর।


শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএলে দুই সেঞ্চুরির রেকর্ড

বিপিএলে দুই সেঞ্চুরির রেকর্ড

গুড বাই খুলনা টাইটান্স

গুড বাই খুলনা টাইটান্স

শ্বাসরুদ্ধকর জয়ে আশা জাগিয়ে রাখলো মিরাজের রাজশাহী

শ্বাসরুদ্ধকর জয়ে আশা জাগিয়ে রাখলো মিরাজের রাজশাহী

নিজেকে দুর্ভাগাই ভাবছেন আশরাফুল

নিজেকে দুর্ভাগাই ভাবছেন আশরাফুল