প্লে-অফের ‘জটিল’ সমীকরণে ঢাকা ডায়নামাইটস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪৮ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৯
প্লে-অফের ‘জটিল’ সমীকরণে ঢাকা ডায়নামাইটস

ছবি : বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরে ৩৮টি ম্যাচ শেষে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। চতুর্থ দল কে হবে, তা এখনো নিশ্চিত নয়। তবে চতুর্থ দল হওয়ার দৌঁড়ে টিকে রয়েছে মিরাজের রাজশাহী কিংস ও গতবারের রানার্স-আপ সাকিবের ঢাকা ডায়নামাইটস।

রাজশাহীর চাইতে ঢাকার পরের রাউন্ডে খেলার সম্ভাবনা বেশি। কারণ, লিগ পর্বে রাজশাহীর সবগুলো ম্যাচ শেষ। ঢাকার এখনো বাকি রয়েছে দু’টি ম্যাচ। যেখানে লিগ পর্বে সবগুলো ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে রয়েছে রাজশাহী। অপরদিকে ১০ খেলায় ১০ পয়েন্ট সংগ্রহ করে পঞ্চম স্থানে রয়েছে ঢাকা। বাকি দু’ম্যাচ জিতলেই প্লে-অফে পা রাখবে ঢাকা। তবে একটি ম্যাচ জিতলে রান রেটের হিসেবে বসতে হবে দুই দলকে। তবে ্বএখন পর্যন্ত রান রেটে রাজশাহীর চেয়ে এগিয়ে রয়েছে ঢাকা।

এদিকে ঢাকার শেষ পর্বে কুমিল্লার বিপক্ষে ম্যাচটি সহজ হবে না ঢাকার। কারণ, সাম্প্রতিক ফর্ম। সর্বশেষ চার ম্যাচের সবগুলোই হেরেছে ঢাকা। নিজেদের হারিয়ে খুঁজছে সাকিবের দল। তবে টুর্নামেন্টের শুরুটা আকাশ ছোঁয়াই করেছিল ঢাকা। প্রথম চার ম্যাচের সবগুলোই জিতেছিল তারা। সিলেট পর্ব থেকে তাদের ছন্দপতন শুরু হয়।

সিলেটে গিয়ে প্রথম হারের স্বাদ নেয় ঢাকা। রাজশাহী কিংসের কাছে ২০ রানে প্রথম ম্যাচটি হেরেছিল তারা। এরপর পাঁচ ম্যাচে মাত্র ১টিতে জয়ের স্বাদ পায় ঢাকা। এর মধ্যে কুমিল্লার কাছেও ৭ রানে হারের রেকর্ড আছে ঢাকার। এমন হিসেব-সমীকরণে ফিরতি পর্বে আবারও কুমিল্লার মুখোমুখি হচ্ছে ঢাকা।কুমিল্লার কাছে হেরে গেলে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে ঢাকার জয় ছাড়া বিকল্প কোন পথ খেলা থাকবে না।
Dhaka-Dynamites
ঢাকার জন্য যেখানে ম্যাচটি অতীব গুরুত্বপূর্ণ, সেখানে কুমিল্লার জন্য ম্যাচ জয়ের কোন সমীকরণ নেই। বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স-চিটাগং ভাইকিংসের মত ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে কুমিল্লা। তবে পয়েন্ট টেবিলের প্রথম ও দ্বিতীয় স্থানে থাকার তাগাদা রয়েছে। কারণ, শীর্ষ দুইয়ের মধ্যে থাকতে পারলে ফাইনালে উঠার জন্য লড়াইয়ের দু’বার সুযোগ পাবে। বর্তমানে ১০ খেলায় ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে কুমিল্লা।

অন্যদিকে নিজেদের ১২টি ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে মেহিদী হাসান মিরাজের রাজশাহী কিংস। ঢাকার চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে তাদের চতুর্থ স্থানে থাকলেও প্লে-অফ নিশ্চিতে ঢাকার দিকে চেয়ে থাকতে হচ্ছে তাদের। কারণ, ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ঢাকার িএখনো দুটি ম্যাচ খেলা বাকি রয়েছে। ঢাকা একটি ম্যাচ জিতলেও রান রেটের বর্তমান পরিস্থিতিতে সাকিবের ঢাকাই এগিয়ে থাকবে। আর দুটি ম্যাচে জয় পেলে ঢাকার সামনে কোনো বাধাই থাকবে না। সে ক্ষেত্রে পঞ্চম স্থান নিয়ে বিপিএলের বর্তমান আসরে সন্তুষ্ট থাকতে হবে মিরাজের রাজশাহীকে।


শেয়ার করুন :


আরও পড়ুন

চট্টগ্রাম পর্ব শেষে কেমন হলো বিপিএলের পয়েন্ট টেবিল

চট্টগ্রাম পর্ব শেষে কেমন হলো বিপিএলের পয়েন্ট টেবিল

বিপিএলের ফাইনাল দেখতে আসছেন আইসিসি চেয়ারম্যান

বিপিএলের ফাইনাল দেখতে আসছেন আইসিসি চেয়ারম্যান

ডায়নামাইটসের মান বাঁচাতে ঢাকায় থারাঙ্গা

ডায়নামাইটসের মান বাঁচাতে ঢাকায় থারাঙ্গা

উইকেট শিকারে বিপিএলে সাকিবের সেঞ্চুরি

উইকেট শিকারে বিপিএলে সাকিবের সেঞ্চুরি