সিলেটকে ১৩৭ রানের টার্গেট দিল ঢাকা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪৪ এএম, ০৫ নভেম্বর ২০১৭
সিলেটকে ১৩৭ রানের টার্গেট দিল ঢাকা

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নতুন দল স্বাগতিক সিলেট সিক্সার্সের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিং করে ১৩৭ রানের টার্গেট দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস।

টস হেরে প্রথমে ব্যাট করে সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে পারেনি ঢাকা। দলীয় ২ রানেই প্রথম উইকেট হারায় তারা। আগের আসরে দুর্দান্ত ব্যাট করা ওপেনার মেহেদি মারুফ ফিরে যান শূন্য হাতে। মারুফের উইকেটটি নেন সিলেটে অধিনায়ক নাসির হোসেন।

প্রথম ওভারের শেষ বলে মারুফকে হারানোর পর প্রাথমিক ধাক্কা সামাল দেন ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস ও শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। এই জুটি রানের চাকা সচল করে ফেলেন। তাতে বড় স্কোর গড়ার পথ তৈরি করছিল ঢাকা। কিন্তু এবারও সিলেটকে উইকেটের শিকারের সাফল্য এনে দেন নাসির। ২৬ রানে থাকা লুইসকে নিজের দ্বিতীয় শিকার বানান সিলেটের দলপতি।

লুইস ফিরে যাবার ১০ রান পর আউট হন সাঙ্গাকারাও। ২৮ বলে ৩২ রান করেন তিনি। এরপর মোসাদ্দেক হোসেন ব্যক্তিগত ৬ রান করে দ্রুত ফিরলে ঢাকার ভরসা হয়ে উইকেটে জুটি বাধেন অধিনায়ক সাকিব আল হাসান ও ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড। কিন্তু এই জুটিও হতাশ করেন। মাত্র ২২ রান যোগ করতে সমর্থ হন তারা। ৭ বলে ১১ রান করে থামেন পোলার্ড। বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন সাকিবও। ২১ বলে ২৩ রান করে আউট হন সাকিব।

শেষের দিকে দক্ষিণ আফ্রিকার ক্যামেরন ডেলপোর্টের ১৩ বলে অপরাজিত ২০ রান ঢাকার সংগ্রহ ২০ ওভারে ৭ উইকেটে ১৩৬ রানে নিয়ে যায়। সিলেটের নাসির, আবুল হাসান ও লিয়াম প্লাংকেট ২টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা ডায়নামাইটস : ১৩৬/৭, ২০ ওভার (সাঙ্গাকারা ৩২, লুইস ২৬, সাকিব ২৩, প্লাংকেট ২/২০)।


শেয়ার করুন :