ঢাকার দ্বিতীয় পর্বে বঙ্গবন্ধু বিপিএল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২৮ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৯
ঢাকার দ্বিতীয় পর্বে বঙ্গবন্ধু বিপিএল

চট্টগ্রাম শেষে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেটের ঢাকার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। ঢাকার দ্বিতীয় পর্বের প্রথম দিন শুক্রবার (২৭ ডিসেম্বর) দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে দুপুর ২টায় মাঠে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ঢাকা প্লাটুন। আর দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে খুলনা টাইগার্স-রংপুর রেঞ্জার্স।

ঢাকার প্রথম পর্ব শেষে চট্টগ্রামের মোট আট দিনের মধ্যে ৬ দিন ১২টি খেলা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম পর্ব শেষে এবার ঢাকার দ্বিতীয় পর্ব চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এরপর ২ জানুয়ারি থেকে শুরু হবে সিলেট পর্ব।

সিলেটে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে বিপিএলের লড়াই। এরপর আবারও ঢাকায় ফিরবে বঙ্গবন্ধু বিপিএল। ঢাকায় শেষ পর্ব শুরু হবে ৭ জানুয়ারি এবং ১৭ জানুয়ারি ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে বঙ্গবন্ধু বিপিএল।

ঢাকার প্রথম পর্ব এবং চট্টগ্রাম পর্বে এখন পর্যন্ত বঙ্গবন্ধু বিপিএলে মোট ২০টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৭ খেলায় ৫ জয় ও ২ হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

এদিকে চট্টগ্রাম পর্ব শেষে বঙ্গবন্ধু বিপিএল ঢাকায় ফেরার আবারও ক্রিকেট উত্তেজনা শুরু হয়েছে মিরপুরে। বৃহস্পতিবার মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করেছেন খেলোয়াড়রা। ক্রিকেটারদের আগমনে বেড়ে যায় ভক্তদের আনাগোনা।

বঙ্গবন্ধু বিপিএলের পয়েন্ট টেবিল (২০ ম্যাচ শেষে)
১. চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : ম্যাচ ৭, জয় ৫, হার ২, পয়েন্ট ১০
২. রাজশাহী রয়্যালস : ম্যাচ ৫, জয় ৪, হার ১, পয়েন্ট ৮
৩. ঢাকা প্লাটুন : ম্যাচ ৬, জয় ৪, হার ২, পয়েন্ট ৮
৪. খুলনা টাইগার্স : ম্যাচ ৫, জয় ৩, হার ২, পয়েন্ট ৬
৫. কুমিল্লা ওয়ারিয়র্স : ম্যাচ ৬, জয় ২, হার ৪, পয়েন্ট ৪
৬. সিলেট থান্ডার : ম্যাচ ৬, জয় ১, হার ৫, পয়েন্ট ২
৭. রংপুর রেঞ্জার্স : ম্যাচ ৫, জয়, ১, হার ৪, পয়েন্ট ২।


শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএলে চট্টগ্রামের পর্বে ছিল রানের বন্যা

বিপিএলে চট্টগ্রামের পর্বে ছিল রানের বন্যা

আফিফ-লিটনের প্রশংসা করলেন কোচ ওয়াইজ শাহ

আফিফ-লিটনের প্রশংসা করলেন কোচ ওয়াইজ শাহ

চট্টগ্রাম পর্ব শেষে বিপিএলে সর্বোচ্চ রান মালানের

চট্টগ্রাম পর্ব শেষে বিপিএলে সর্বোচ্চ রান মালানের

সিএ’র দশক সেরাতেও সাকিব, ধোনির কারণে বাদ মুশফিক

সিএ’র দশক সেরাতেও সাকিব, ধোনির কারণে বাদ মুশফিক