মজার লড়াইয়ে মেতেছে মেহেদী-মোস্তাফিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৫ এএম, ০৬ জানুয়ারি ২০২০
মজার লড়াইয়ে মেতেছে মেহেদী-মোস্তাফিজ

বঙ্গবন্ধু বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারের মজার লড়াইয়ে মেতেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পেসার মেহেদী হাসান রানা ও রংপুর রেঞ্জার্সের মোস্তাফিজুর রহমান।

সিলেট পর্বের তৃতীয় দিন রাজশাহী রয়্যালসের বিপক্ষে ৪১ রানে ২ উইকেট নিয়ে মেহেদীকে সরিয়ে বোলারদের তালিকায় শীর্ষে উঠেন মোস্তাফিজ। তখন তার উইকেট শিকারের সংখ্যা ছিল ১০ ম্যাচে ১৬ উইকেট। মেহেদীর ছিল ১৪।

তবে শনিবার সিলেট পর্বে নিজেদের শেষ ম্যাচে খুলনার টাইগার্সের বিপক্ষে ৩ উইকেট নিয়ে মোস্তাফিজকে টপকে গেছেন মেহেদী। মেহেদীর উইকেট শিকারের সংখ্যা এখন ১৭টি।

অবশ্য সিলেট পর্বের আগে এককভাবে শীর্ষে ছিলেন মেহেদী। তখন তার উইকেট শিকারের সংখ্যা ছিল ১৪টি। মোস্তাফিজের ছিল ১২টি। সিলেট পর্বে দু’ম্যাচে ৪ উইকেট শিকার করেন ফিজ। আর সিলেটে এক ম্যাচ খেলে ৩ উইকেট নেন মেহেদী।

এছাড়া এবারের আসরে সর্বোচ্চ তিন ম্যাচের সেরা খেলোয়াড়ও হয়েছেন মেহেদী হাসান রানা।

বঙ্গবন্ধু বিপিএলে সিলেট পর্ব শেষে শীর্ষ পাঁচ বোলার
১. মেহেদী হাসান রানা (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) : ম্যাচ ৮, ইনিংস ৮, ওভার ৩০.০, রান ২০৯, উইকেট ১৭
২. মোস্তাফিজুর রহমানের (রংপুর রেঞ্জার্স) : ম্যাচ ১০, ইনিংস ১০, ওভার ৩৬.৩, রান ২৪৭, উইকেট ১৬
৩. মুজিব উর রহমান (কুমিল্লা ওয়ারিয়র্স) : ম্যাচ ৯, ইনিংস ৯, ওভার৩৫.০, রান ১৭২, উইকেট ১৩
৪. লুইস গ্রেগরি (রংপুর রেঞ্জার্স) : ম্যাচ ৯, ইনিংস ৮, ওভার৩১.০, রান ২৪৫, উইকেট ১৩
৫. রুবেল হোসেন (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) : ম্যাচ ৯, ইনিংস ৯, ওভার ৩৩.৫, রান ২৪৫, উইকেট ১৩।


শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএলে মুশফিকের অনন্য মাইলফলক

বিপিএলে মুশফিকের অনন্য মাইলফলক

খুলনাকে হারিয়ে প্লে-অফের আরও কাছে ঢাকা

খুলনাকে হারিয়ে প্লে-অফের আরও কাছে ঢাকা

খুলনাকে হারিয়ে প্লে-অফে চট্টগ্রাম

খুলনাকে হারিয়ে প্লে-অফে চট্টগ্রাম

চট্টগ্রামের পর প্লে-অফে রাজশাহী

চট্টগ্রামের পর প্লে-অফে রাজশাহী