আবারও গেইল ঝড়, কলকাতাকে উড়িয়ে দিল পাঞ্জাব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫০ পিএম, ২১ এপ্রিল ২০১৮
আবারও গেইল ঝড়, কলকাতাকে উড়িয়ে দিল পাঞ্জাব

দুই ওপেনার ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল ও ভারতের ব্যাটসম্যান লোকেশ রাহুলের বিধ্বংসী ব্যাটিং নৈপুণ্যে কলতাকাতাকে উড়িয়ে দিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব।

খেলার মাঝে বৃষ্টি বাধা দিয়ে কিছুক্ষণের জন্য থামিয়ে দিয়েছিল তাদের। তবে আইপিএলের ১১তম আসরের ১৮তম ম্যাচে বৃষ্টি আইনে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) ৯ উইকেটে হারিয়ে দিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব।

শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় পাঞ্জাব। অস্ট্রেলিয়ার ক্রিস লিনের ৪১ বলে ৭৪ ও অধিনায়ক দিনেশ কার্তিকের ২৮ বলে ৪৩ রানের সুবাদে ২০ ওভারে ৭ উইকেটে ১৯১ রানের বড় সংগ্রহ পায় কলকাতা।

জবাবে রাহুল ও গেইল ৫৮ বলে ১১৬ রানের সূচনা এনে দেন পাঞ্জাবকে। অবশ্য ৮ দশমিক ২ ওভারে বিনা উইকেটে ৯৬ রান আসার পর বৃষ্টির কারণে প্রায় ৪০ মিনিট খেলা বন্ধ থাকে। ফলে বৃষ্টি আইনে ১৩ ওভারে ১২৫ রানের টার্গেট পায় পাঞ্জাব।

রাহুল ৯টি চার ও ২টি ছক্কায় ২৭ বলে ৬০ রানে ফিরলেও দলের জয় নিশ্চিত করে ফিরেন গেইল। ৩৮ বলে ৫টি চার ও ৬টি ছক্কায় অপরাজিত ৬২ রান করেন গেইল। তবে ম্যাচ সেরা পুরস্কারটা উঠেছে লোকেশ রাহুলের হাতেই।


শেয়ার করুন :


আরও পড়ুন

গেইলদের কাছে হেরে গেল সাকিবের হায়দরাবাদ

গেইলদের কাছে হেরে গেল সাকিবের হায়দরাবাদ

আমি এখনও বুড়ো হয়ে যাইনি : গেইল

আমি এখনও বুড়ো হয়ে যাইনি : গেইল

ইনজুরির তালিকায় এবার মোসাদ্দেক

ইনজুরির তালিকায় এবার মোসাদ্দেক

ওয়াটসনের সেঞ্চুরি, চেন্নাইয়ের জয়

ওয়াটসনের সেঞ্চুরি, চেন্নাইয়ের জয়