আমি জানি, আমি কী করতে পারি: আন্দ্রে রাসেল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪৬ পিএম, ০২ এপ্রিল ২০২২
আমি জানি, আমি কী করতে পারি: আন্দ্রে রাসেল

পাওয়ার হিটিংয়ের জন্য ক্যারিবীয়দের জুড়ি মেলা ভার। ম্যাচের পরিস্থিতি ঘুরিয়ে দেয়ার জন্য কি করতে হবে সেটা এদের চেয়ে ভালো কেউ জানে না। পাঞ্জাবের বিপক্ষে টর্নেডো বইয়ে দিয়ে সেটা আরেকবার মনে করিয়ে দিলেন কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেল।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপইএল) পাঞ্জাবের বিপক্ষে ১৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একপর্যায়ে ৫১ রানেই চার উইকেট হারিয়ে বসেছিল কলকাতা এরপর সেখান থেকে শুরু হলো ‘রাসেল ঝড়’। তাতে ২৭ বল হাতে রেখেই আর কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় কলকাতা।

এমন জয়ে রাসেল খেলেন ৩১ বলে ৭০ রানের ইনিংস। যাতে ছিল ২টি চার ও আটটি ছক্কার মার। দল বিপদে পড়লেও মোটেই নার্ভাস ছিলেন না রাসেল। তিনি জানতেন ঐ মুহূর্তে নেমে তাকে কি করতে হবে। ম্যাচশেষে সেটাই জানালেন ‘দ্রে রাশ’ খ্যাত এই তারকা।

রাসেল বলেন, ‘অসাধারণ বোধ করছি। এই কারণেই আমরা ক্রিকেট খেলা খেলি। আমরা যে অবস্থানে ছিলাম, সেই অবস্থান থেকে আমি জানি আমি কী করতে পারি।’

রাসেল তার সঙ্গী স্যাম বিলিংসকে জানিয়েছিলেন যে, একবার সুন্দরভাবে সেট হয়ে গেলেই বড় শট খেলবেন। রাসেলকে সাপোর্ট দিয়ে গেছেন স্যামও। রাসেল বলেন, ‘স্যামের মতো কেউ ক্রিজে থাকলে সাহায্য করতে পারে। আমি আমার ক্ষমতা দেখিয়ে দলকে জয়ের ধারায় আনতে পেরে খুশি।’

কাঁধের চোটের কারণে খুব বেশি বোলিং করেন না রাসেল। তবে দলের প্রয়োজনে যেকোনো সময় প্রস্তুত তিনি। এই অলরাউন্ডার বলেন, ‘দলের যা প্রয়োজন তাই করতে পেরে আমি খুশি। আমি বোলিংও করতে চাই। অধিনায়ক যদি আমাকে পাওয়ারপ্লেতে বোলিং করাতে চান, আমি তাও করবো।’

পাঞ্জাবের বিপক্ষে জয়ের ফলে আরও একধাপ এগিয়ে গেলো কলকাতা। এবারের আসরে ৩ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা। বুধবার (৬ এপ্রিল) নিজেদের চার নাম্বার ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে মাঠে নামবে শ্রেয়াস আইয়ারের দল।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

মালিঙ্গাকে টপকে আইপিএলের সেরা উইকেট শিকারী ব্রাভো

মালিঙ্গাকে টপকে আইপিএলের সেরা উইকেট শিকারী ব্রাভো

নারী আইপিএল চালু হলে অপ্রতিরোধ্য দল হবে ভারত: অ্যালিসা হিলি

নারী আইপিএল চালু হলে অপ্রতিরোধ্য দল হবে ভারত: অ্যালিসা হিলি

পছন্দের পজিশন তিন, ‌‘ধংসযজ্ঞ’ চালাতে প্রস্তুত আইয়ার

পছন্দের পজিশন তিন, ‌‘ধংসযজ্ঞ’ চালাতে প্রস্তুত আইয়ার

রমেশ কুমার : আইপিএলে টেনিস বলের ‘নারিন’

রমেশ কুমার : আইপিএলে টেনিস বলের ‘নারিন’