আইপিএল নিলামে বাংলাদেশের ১০ জন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৪ পিএম, ০৬ ডিসেম্বর ২০১৮
আইপিএল নিলামে বাংলাদেশের ১০ জন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের দ্বাদশ আসরের নিলামে থাকছে বাংলাদেশি ১০ ক্রিকেটার। চলতি মাসের ১৮ তারিখে ভারতের জয়পুরে অনুষ্ঠিত হবে এ নিলাম।

আসন্ন এ আসরের নিলামের জন্য বিভিন্ন দেশের ১ হাজার ৩ জন ক্রিকেটারের নাম নিবন্ধন করা হয়েছে। এদের মধ্যে ২৩২ জন বিদেশি।

বিদেশিদের মধ্যে ১০ জন বাংলাদেশি। ভারতের খেলোয়াড় আছেন ৭৪৬ জন। তবে খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেনি আইপিএল কর্তৃপক্ষ।

১০০৩ জন খেলোয়াড় নিলামে উঠলেও ৭০ জনকে দলে ভেড়াতে পারবে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। কারণ ইতোমধ্যে আগের আসরের স্কোয়াড থেকে কিছু খেলোয়াড় ছেড়ে দিয়ে বাকিদের দলে রেখে দিয়েছে দলগুলো।

নিলামে বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ৫৯ খেলোয়াড় রয়েছে দক্ষিণ আফ্রিকার। এরপর অস্ট্রেলিয়ার ৩৫, ওয়েস্ট ইন্ডিজের ৩৩, শ্রীলঙ্কা ২৮, আফগানিস্তানের ২৭, নিউজিল্যান্ডের ১৭, ইংল্যান্ডের ১৪ ও জিম্বাবুয়ের পাঁচজন।

বাংলাদেশি ছাড়া হংকং, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র থেকে খেলোয়াড় নিলামে থাকছে। তবে এব দেশ থেকে মাত্র একজন করে খেলোয়াড় নিলামে ওঠছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৯ জুলাই থেকে শুরু হতে যাওয়া আইপিএলের দ্বাদশ আসরে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ধরে রেখেছে সানরাইজার্স হায়দারাবাদ। অপরদিকে কাটার মাস্টার মোস্তাফিজকে ছেড়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। ফলে মোস্তাফিজকেও এবার আইপিএলের নিলামে উঠতে হবে।


শেয়ার করুন :


আরও পড়ুন

মোস্তাফিজ বাদ পড়লেও সাকিবকে ধরে রাখলো

মোস্তাফিজ বাদ পড়লেও সাকিবকে ধরে রাখলো

ক্ষুদেবার্তায় স্টার্কের সাথে সম্পর্ক শেষ করলো কেকেআর

ক্ষুদেবার্তায় স্টার্কের সাথে সম্পর্ক শেষ করলো কেকেআর

প্রীতির পঞ্জাব ছাড়লেন শেবাগ, গুঞ্জন অন্য কিছু

প্রীতির পঞ্জাব ছাড়লেন শেবাগ, গুঞ্জন অন্য কিছু

অধিনায়কত্ব হারালেন কোহলি!

অধিনায়কত্ব হারালেন কোহলি!