সাকিব-মোস্তাফিজকে ছেড়ে দিল কেকেআর-হায়দরাবাদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ০৪ জানুয়ারি ২০১৮
সাকিব-মোস্তাফিজকে ছেড়ে দিল কেকেআর-হায়দরাবাদ

শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। ভারতের এ জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে সফল সাকিব আল হাসান আর মোস্তাফিজুর রহমান। এবার তাদের দুইজনকেই এবার ছেড়ে দিয়েছে পূর্বের দল।

২০১১ সালের শুরু থেকেই কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) খেলছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। সাত বছর পর এবার তাকে ছেড়ে দিচ্ছে শাহরুখ খানের মালিকানাধীন দলটি।

আগামী ২৭ ও ২৮ জানুয়ারি আইপিএলের নিলামে ওঠতে আগ্রহ প্রকাশ করা বাংলাদেশের ৮ ক্রিকেটারের নাম বিসিসিআইকে পাঠিয়েছে বিসিবি। তাদের মধ্যে রয়েছে সাকিবের নামও। নিলামে ওঠার এই ধারা থেকে দীর্ঘদিন মুক্ত ছিলেন সাকিব। প্রতিবারই তাকে ধরে রেখেছে কেকেআর। গতবারও সাকিবকে ২ কোটি ৮০ লাখ রুপির দাম শোধ করে রেখে দিয়েছিল কলকাতা। তবে এবার বিশ্বসেরা এ অলরাউন্ডারকে আর ধরে রাখলো না কেকেআর।

অন্যদিকে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ২০১৬ আর ২০১৭ মৌসুমে ছিলেন সানরাইজার্স হায়দরাবাদে। এবার তাকেও নিলামের জন্য ছেড়ে দিয়েছে।

সাকিব-মোস্তাফিজের সঙ্গে নিলামে থাকবেন আরও ছয় বাংলাদেশি ক্রিকেটার। তারা হলেন-তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, লিটন কুমার দাস এবং আবুল হাসান রাজু।

এদের মধ্যে তামিম ইকবাল আইপিএলে দল পেয়েছিলেন। ২০১২ এবং ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্স নিয়েছিল তাকে। তবে কোনো ম্যাচে মাঠে নামায়নি। মাহমুদুউল্লাহ আইপিএলে সুযোগ না পেলেও পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আর ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলেছেন।

উল্লেখ্য, আইপিএলের নিলাম হবে ২৭ আর ২৮ জানুয়ারি ব্যাঙ্গালুরুতে। একটি দল সর্বোচ্চ পাঁচজন খেলোয়াড় ধরে রাখতে পারবে। এর মধ্যে তিনজনকে রাখতে হবে নিলামের আগেই। মূল আসর মাঠে গড়াবে ৪ এপ্রিল।


শেয়ার করুন :


আরও পড়ুন

তিনদিন ব্যবধানে ঢাকা আসছে জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা

তিনদিন ব্যবধানে ঢাকা আসছে জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা

সাব্বিরের শাস্তি থেকে সবাইকে শিক্ষা নিতে হবে : মাশরাফি

সাব্বিরের শাস্তি থেকে সবাইকে শিক্ষা নিতে হবে : মাশরাফি

মাশরাফি-সাকিবদের দল ঘোষণা রোববার

মাশরাফি-সাকিবদের দল ঘোষণা রোববার

৫ জানুয়ারির জন্য আমরা প্রস্তুত : কোহলি

৫ জানুয়ারির জন্য আমরা প্রস্তুত : কোহলি